রাজধানীতে কবে জেঁকে বসতে পারে শীত, জানাল আবহাওয়া অফিস

রাজধানীতে পুরোদমে শীতের আমেজ অনুভূত হতে পারে মধ্য ডিসেম্বর থেকে
রাজধানীতে পুরোদমে শীতের আমেজ অনুভূত হতে পারে মধ্য ডিসেম্বর থেকে  © সংগৃহীত

রাজধানীতে শীতের আমেজ অনুভূত হচ্ছে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে রাজধানীসহ দেশের উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের খোলা জায়গা ও নদী অববাহিকায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ায় কুয়াশার দেখা মিলছে। তবে এই মাসে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা নেই। শীত মূলত ডিসেম্বর থেকে জেঁকে বসতে পারে। তবে রাজধানীতে পুরোদমে শীতের আমেজ অনুভূত হতে পারে মধ্য ডিসেম্বর থেকে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, অক্টোবরে সারা দেশে স্বাভাবিক বৃষ্টি হয় ১৬০ মিলিমিটার। কিন্তু এবার তা হয়েছে ২০৭ মিলিমিটার, অর্থাৎ বৃষ্টি বেশি হয়েছে ২৯ মিলিমিটার। এতে ঘূর্ণিঝড় ডানার প্রভাব ছিল। সে জন্য কুয়াশার সঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহের শঙ্কা নেই। 

এদিকে শনিবার (১৬ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়।

আরও পড়ুন: কখন নামবে শীত ও শৈত্যপ্রবাহ, জানালো আবহাওয়া অফিস

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শীত পড়ে গেছে। ভোর থেকে সকাল কুয়াশা দেখা যাচ্ছে। আজ শনিবার ভোর ছয়টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রোববার রেকর্ড হয়েছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাবে তাপমাত্রা কমতে শুরু করবে।

স্থানীয় লোকজন জানান, ধীরে ধীরে বাড়ছে শীতের মাত্রা। সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হচ্ছে। মাঝরাতের পর ভোর পর্যন্ত গায়ে কাঁথা নিতে হচ্ছে। 


সর্বশেষ সংবাদ