এসডিজি পাইওনিয়ার অ্যাওয়ার্ড পেলেন ব্র্যাক ব্যাংকের সিওও সাব্বির হোসেন

১৫ নভেম্বর ২০২৪, ০১:১০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
এসডিজি পাইওনিয়ার অ্যাওয়ার্ড পেলেন মো. সাব্বির হোসেন

এসডিজি পাইওনিয়ার অ্যাওয়ার্ড পেলেন মো. সাব্বির হোসেন © টিডিসি ফটো

সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) পাইওনিয়ার অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসার মো. সাব্বির হোসেন। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজিত সাসটেইনেবিলিটি দিবসের অনুষ্ঠানে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (জিসিএনবি) তাকে এ মর্যাদায় ভূষিত করে।

জিসিএনবি, জাতিসংঘের অধীন করপোরেট দায়বদ্ধতা ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা বৃহত্তম স্বেচ্ছাসেবী উদ্যোগ ইউএন গ্লোবাল কমপ্যাক্টের সচিবালয় হিসেবে কাজ করে। বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রতিটি সূচকে বা বিভাগে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) পৌঁছানোই এর লক্ষ্য।

মো. সাব্বির হোসেন টেকনোলজি, অপারেশনস ও রিটেইল ব্যাংকিংয়ে ৩০ বছরের বেশি সময় ধরে শীর্ষস্থানীয় বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় ব্যাংকে সার্ভিস দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। ব্র্যাক ব্যাংকের চিফ সাসটেইনেবিলিটি অফিসার হিসেবেও কাজ করছেন তিনি। পেশার বাইরেও ব্যক্তিগতভাবে তিনি দারিদ্র্য দূরীকরণ এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে প্রতিশ্রুতি ও কর্মময়তার স্বাক্ষর রেখেছেন। 

টেকসই উন্নয়নের পাশাপাশি, জলবায়ু সহনশীল কৃষি, টেকসই অর্থায়ন ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার প্রসারে ব্র্যাক ব্যাংকের অগ্রদূত ভূমিকায় তার দৃষ্টান্তমূলক অংশের সম্মানেই এসেছে এ স্বীকৃতি।

তার নেতৃত্বেই ব্র্যাক ব্যাংক তাদের ডিজিটাল রূপান্তর এবং জলবায়ু-স্মার্ট কৃষির লক্ষ্যে নিজেদের বিশেষ ব্যতিক্রমী সিএসআর উদ্যোগগুলোর পাশাপাশি পার্টনারশিপ ফর কার্বন অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়ালস (পিসিএএফ) অনুমোদিত গ্রিনহাউস গ্যাস (জিএইচজি) নির্গমন হিসাব ও সাসটেইনেবিলিটি রিপোর্ট চালু করেছে।

সম্মাননা প্রাপ্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন বলেন, ‘সাসটেইনেবিলিটিকে ব্যাংকের মূল কার্যধারায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সাব্বিরের নিবেদিত ভূমিকাই আমাদের পুরো যাত্রাটির চেহারা বদলে দিয়েছে। সাসটেইনেবিলিটি ও ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রগুলোয় বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তার দূরদর্শিতা আর আমাদের টিমের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি এ সম্মাননা। জাতিসংঘের এসডিজির প্রতি এবং আমাদের কমিউনিটির জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, আলোকিত ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমাদের এ অঙ্গীকার সামনের সময়েও অব্যাহত থাকবে।’

করপোরেশন, এনজিও ও বিদেশি মিশনগুলোর সম্মানিত প্রতিনিধিদের পাশাপাশি ইউএনজিসির  সিগনেটরিদের মিলনমেলায় রূপ নেয় জিসিএনবি আয়োজিত সাসটেইনেবিলিটি দিবসের এ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ। আরও উপস্থিত ছিলেন ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নেটওয়ার্ক রিপ্রেজেন্টেটিভ ফারুক সোবহান, জিসিএনবির নির্বাহী পরিচালক শাহামিন জামান প্রমুখ।

বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সাব্বির হোসেন, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুল থেকে ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ইনক্ল্যুসিভ গ্রোথের ওপর এক্সিকিউটিভ সার্টিফিকেশনও সম্পন্ন করেছেন।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9