রাত আড়াইটায় পঙ্গু হাসপাতালে মাহফুজসহ ৪ উপদেষ্টা, অতঃপর...

১৪ নভেম্বর ২০২৪, ০৮:২১ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের সড়কে চার উপদেষ্টা

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের সড়কে চার উপদেষ্টা © সংগৃহীত

১৩ ঘণ্টা পর দাবি পূরণের আশ্বাসে সড়ক থেকে হাসপাতালে ফিরতে রাজি হয়েছেন আহতরা। বুধবার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনের সড়কে ছুটে যান অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা। চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিদের শান্ত করতে যান তারা।

যথাযথ চিকিৎসার দাবিতে বুধবার (১৩ অক্টোবর) দুপুর থেকে হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়েছিলেন তারা। এসময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেন তারা। তাদের শান্ত করতে বুধবার রাত আড়াইটায় তাদের কাছে ছুটে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় সহকারী (স্বাস্থ্য) মো. সায়েদুর রহমান।

তারা ভুল স্বীকার ও দুঃখপ্রকাশ করেন। দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠকে বসার কথা বলেন। প্রতিনিধি দলের যাওয়ার জন্য দুটি গাড়ি পাঠাবেন তারা। চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি রূপরেখা তৈরি করে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের ঘোষণা দেন।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘এখন আপনাদের কথা শোনার মতো উপযুক্ত সময় নয়। আগামীকাল সচিবালয়ে আসেন। আলোচনার ভিত্তিতে একটি রূপরেখা প্রণয়ন করা হবে। রূপরেখা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন হবে। আপনাদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে।’

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমাদের ব্যর্থতা, আমাদের ভুল আছে। কিন্তু চেষ্টার দিক দিয়ে ঘাটতি ছিল না। যে কোনো কারণেই হোক, পারিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘ভঙ্গুর অবস্থার মধ্যে আমরা দায়িত্ব নিয়েছি। বহু সমস্যা দেখা আছে। আসুন আমরা আলোচনার ভিত্তিতে রূপরেখা তৈরি করি। সেটা ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কিনা, তা দেখার জন্য আপনারা টিম করবেন।’

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আমরা কথা দিচ্ছি, আপনাদের সমস্যার সমাধান করব। না পারলে তখন যা ইচ্ছা করবেন, আপত্তি থাকবে না। আপনাদের সুষ্ঠু চিকিৎসা ও পুনর্বাসন করা হবে।’

এরপর আহতরা ফিরতে রাজি হন। উপদেষ্টারা তাঁদের নিয়ে তখন হাসপাতালে ঢোকেন। অন্য রোগীদের দেখে সোয়া ৪টার পর উপদেষ্টারা বাসায় যান।

আরো পড়ুন: নাহিদকে নিয়ে অপপ্রচার, পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদির ও আরজে কিবরিয়া

এর আগে দুপুরে সড়কে অবস্থান নেন চিকিৎসাধীন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতরা। সুচিকিৎসার পাশাপাশি দাবি তুলেছেন চার উপদেষ্টাকে আন্দোলনস্থলে এসে দেখা করতে হবে। তবে দিন পেরিয়ে মধ্যরাতে গড়ালেও দেখা মেলেনি উপদেষ্টাদের। উপদেষ্টারা না আসায় বুধবার রাতে সড়কে অবস্থান নেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সাথে। পাশে দাঁড়ানোর আশ্বাসসহ দিয়েছেন একাধিক পরামর্শও। এ সময় আহত ব্যক্তিরা উপদেষ্টাদের সাথে দেখা না হওয়ার আগ পর্যন্ত রাস্তায় অবস্থান করার ঘোষণা দেন। বিছানার ব্যবস্থা করে শুয়ে পড়েন রাস্তায়। 

আহত ব্যক্তিদের এই ক্ষোভ–বিক্ষোভের শুরু হয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পঙ্গু হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে। জুলাই-আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের দেখতে সকালে তিনি পঙ্গু হাসপাতালে যান। তাঁর সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

স্বাস্থ্য উপদেষ্টা সবার সঙ্গে দেখা করেননি—এ অভিযোগে হাসপাতাল থেকে বেরোনোর পথে তাঁর পথ আটকে বিক্ষোভ করেন আহত ব্যক্তিরা। পরে তাঁরা রাস্তায় নামেন।

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9