জলবায়ু সংকট মানব সভ্যতার ধ্বংস ডেকে আনছে : ড. ইউনূস

১৩ নভেম্বর ২০২৪, ০২:৪৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জলবায়ু সম্মেলনে (কপ২৯) ভাষণ দিচ্ছেন 
অধ্যাপক মুহাম্মদ ইউনূস

জলবায়ু সম্মেলনে (কপ২৯) ভাষণ দিচ্ছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ু সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। এটি মানব সভ্যতার ধ্বংস ডেকে আনছে। এ অবস্থায় মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। আর সেটা হতে পারে তার দীর্ঘদিনের লালিত ‘থ্রি জিরো’ বা ‘তিন শূন্য’ ধারণা বাস্তবায়নের মধ্য দিয়ে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৯) দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে। আমাদের সভ্যতা গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে কারণ আমরা আত্মধ্বংসাত্মক মূল্যবোধের প্রচার চালিয়ে যাচ্ছি। একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের জন্য আমাদের বুদ্ধিবৃত্তিক, আর্থিক এবং যুব শক্তিকে একত্রিত করতে হবে। একটি স্বসংরক্ষিত এবং স্বশক্তিশালী সভ্যতা। আমরা, এই গ্রহের মানব বাসিন্দারা এই গ্রহের ধ্বংসের কারণ। আমরা ইচ্ছাকৃতভাবে এটা করছি।

আরও পড়ুন: জলবিদ্যুৎ ভাগ করার জন্য দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার

আমরা এমন একটি জীবনধারা বেছে নিয়েছি, যা পরিবেশের বিরুদ্ধে কাজ করে। আমরা এটিকে একটি অর্থনৈতিক কাঠামো দিয়ে ন্যায্যতা দিই, যা গ্রহ ব্যবস্থার মতো প্রাকৃতিক হিসেবে বিবেচিত হয়। সেই অর্থনৈতিক কাঠামো সীমাহীন খরচের ওপর সমৃদ্ধ হয়। আপনি যত বেশি গ্রাস করবেন তত বেশি বৃদ্ধি পাবেন। আপনি যত বেশি বাড়বেন, তত বেশি অর্থ উপার্জন করবেন। লাভের সর্বাধিকীকরণকে মাধ্যাকর্ষণ শক্তি হিসাবে বিবেচনা করা হয় যা সিস্টেমের সমস্ত কিছুকে আমাদের ইচ্ছা অনুযায়ী তার ভূমিকা পালন করতে দেয়।’

ড. ইউনূস বলেন, ‘টিকে থাকতে হলে অন্য সংস্কৃতি গড়ে তুলতে হবে। একটি পাল্টা সংস্কৃতি যা একটি ভিন্ন জীবনধারার ওপর ভিত্তি করে। এটা শূন্য বর্জ্য ওপর ভিত্তি করে. এটি ব্যবহারকে প্রয়োজনীয় প্রয়োজনে সীমিত করবে, কোনো অবশিষ্ট বর্জ্য থাকবে না এই জীবন-শৈলীটিও শূন্য কার্বনের ওপর ভিত্তি করে তৈরি হবে। জীবাশ্ম জ্বালানি নেই। শুধু নবায়নযোগ্য। এটি একটি অর্থনীতি হবে প্রাথমিকভাবে শূন্য ব্যক্তিগত লাভের উপর ভিত্তি করে, অর্থাৎ সামাজিক ব্যবসার উপর। এই ব্যবসাকে সামাজিক এবং পরিবেশগত সমস্যা সমাধানের জন্য একটি অলভ্যাংশ ব্যবসা হিসেবে সংজ্ঞায়িত করা হয়। সামাজিক ব্যবসার একটি বিশাল অংশ পরিবেশ এবং মানবজাতির সুরক্ষার দিকে মনোনিবেশ করবে। সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মাধ্যমে মানুষের জীবন কেবল সুরক্ষিত হবে না বরং গুণগতভাবে উন্নত হবে। এটি তরুণদের জন্য উদ্যোক্তাকে সহজতর করবে। উদ্যোক্তাদের নতুন শিক্ষার মাধ্যমে তরুণরা প্রস্তুত হবে। চাকরিপ্রার্থী তৈরির শিক্ষা উদ্যোক্তা-কেন্দ্রিক শিক্ষা দ্বারা প্রতিস্থাপিত হবে।’

আরও পড়ুন: আন্দোলনে মাথায় আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদের চিকিৎসা মিলবে ঢাবিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, পরিবেশের নিরাপত্তার জন্য প্রয়োজন একটি নতুন জীবনধারা। যে জীবনধারা আরোপ করা হবে না, এটি একটি পছন্দ হবে. তরুণরা সেই জীবনধারা পছন্দ করে। প্রতিটি যুবক তিন শূন্য ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে—শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ ঘনত্ব, শুধু সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব। প্রতিটি ব্যক্তি তিন শূন্য ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে এবং সারা জীবন তিন শূন্য ব্যক্তি হিসেবে থাকবে। এটি নতুন সভ্যতা তৈরি করবে।

তিনি বলেন, ‘এটা করা যেতে পারে। আমাদের যা করতে হবে তা হল গ্রহের নিরাপত্তা এবং এতে বসবাসকারী সবার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন জীবনধারা গ্রহণ করা। বাকিটা করবে আজকের তরুণ প্রজন্ম। তারা তাদের গ্রহ ভালোবাসে। আশা করি আপনি এই স্বপ্নে আমার সঙ্গে যোগ দেবেন। আমরা যদি একসঙ্গে স্বপ্ন দেখি তবে তা হবে।’

রাজবাড়ীতে যুবককে পিটিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাজশাহী-৫ আসনের ধানের শীষের প্রার্থীকে শোকজ
  • ১৯ জানুয়ারি ২০২৬
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় সুখবর পেলেন ২০ প্রার্থী, কোন দলের ক…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন রাজব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
১০ দলের ৪৭ আসন ভাগ কবে, কীভাবে—নির্বাচনী ইশতেহার কেমন হবে?
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার ১৫বছর পরেও প্রো-ভিসি, ট্রেজারার পায়নি বুটেক্স; আ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9