দুই বছর তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং করবে বিমান বাংলাদেশ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল  © সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। টার্মিনাল চালুর শুরু থেকে দুই বছর এই দায়িত্ব পালন করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। এর আগে বিদেশি এয়ারলাইনগুলো বিমানের সেবার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করলে জাপানের একটি প্রতিষ্ঠানকে এ দায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়েছিল।

সিভিল অ্যাভিয়েশন বলছে, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা হলে দুই বছর পর ফের এ দায়িত্ব পাবে বিমান। তবে সক্ষমতার প্রমাণ দিতে না পারলে যৌথ দায়িত্ব দেওয়া হবে অন্য কাউকে।

এদিকে, এ কাজের জন্য কেনাকাটা জনবল নিয়োগসহ নানা প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে বিমান। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, অন্তর্বর্তী সরকার বিমানের সেবাদানের সক্ষমতা দেখানোর সুযোগ দিয়েছে। এ জন্য বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমা ও শর্ত।

হজরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শেষ ৯৮ শতাংশ। তবে কাজ প্রায় শেষ হলেও আগের পরিকল্পনা অনুযায়ী অক্টোবরে যাত্রীদের জন্য এ টার্মিনাল চালু করা সম্ভব হবে না।

বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ বিভাগ) বোসরা ইসলাম বলেন, তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য ১০৫টি নতুন যন্ত্র ক্রয়ের প্রক্রিয়া চলমান। ডিসেম্বরের মধ্যে এসব যন্ত্র চলে আসবে। এতে সেবার মান আরও উন্নত হবে।

বর্তমানে বিমান তাদের নিজস্ব ফ্লাইটের পাশাপাশি দেশের সবগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস পরিচালনা করছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence