ঘোষণা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: আসিফ মাহমুদ

১০ নভেম্বর ২০২৪, ০৬:১৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘ঘোষণা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগের অফিশিয়াল পেজ থেকে পোস্ট দিয়ে শ্রমিকদের উসকে দিচ্ছে।’ আজ রবিবার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ এমন মন্তব্য করেন।

যদি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তবে রাষ্ট্রের চেয়ে বড় কেউ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এসব বিষয়ে আপনাদের একটা ভূমিকা থাকা উচিত। আমরাও কাজ করছি। এসব কর্মকাণ্ডে কেউ সাড়া দেয়নি। তা না হলে আজকের আওয়ামী লীগের আহ্বানে এত বড় একটা কর্মসূচিতে শ্রমিকেরা মিছিল নিয়ে আসতো। কেউতো আসেনি।’

উপদেষ্টা আরও বলেন, ‘দুই একটি কারখানায় সমস্যা হচ্ছে সেটা নিয়ে আমরা কাজ করছি।’

আমাদের কি ষড়যন্ত্র তত্ত্ব থেকে মুক্তি নেই এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ষড়যন্ত্রের তত্ত্ব এক জিনিস আর বাস্তবতা আরেক জিনিস। আপনাদের জানার কথা, আওয়ামী লীগের অফিশিয়াল পেজে দেশের বাইরে বসে পোস্ট করে শ্রমিকদের উসকে দেওয়া হচ্ছে। ষড়যন্ত্র তো ঘোষণা দিয়ে হচ্ছে। এটা তো গোপনে হচ্ছে না। এটাতো পাবলিক ও সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছে।’

ভুয়া তথ্য বা গুজব নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘গুজব আর কারচুপিতে কাজ হবে না। ভুয়া উন্নয়নে আমরা বিশ্বাস করি না। আমরা কি অবস্থায় আছি সেটা আমরা আপনাদেরকে দেখাব। আমাদের পরিসংখ্যান বিভাগ আছে। প্রধান উপদেষ্টা তাদের দিক নির্দেশনা দিয়েছেন, যেটা ফ্যাক্ট সেটাই যেন দেখানো হয়। বাড়িয়ে বাড়িয়ে উন্নয়ন দেখিয়ে স্বপ্নের মধ্যে রাখার কোনো মানে হয় না। আমরা যখন বাস্তবে আছি, তখন আমাদের বাস্তবতার কথাগুলো বলতে হবে।’

আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন শনিবার, সনদ পাচ্ছেন ৮ হাজার গ্রাজুয়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের প্রতিনিধিদের প্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফের ব্যর্থ বাবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পুঁজি পাকিস্তান…
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার বিষয় ও নম্বর বন্টন দেখুন এ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এবার কঠোর কর্মসূচির পথে চাকরিজীবীরা
  • ২৯ জানুয়ারি ২০২৬