ফ্যাসিবাদী আওয়ামী লীগের সমাবেশ-মিছিল প্রতিহত করা হবে: প্রেস সচিব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:৪১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে কোনো ধরনের প্রতিবাদ করতে দেওয়ার কোনো সুযোগ নেই।
শনিবার (৯ নভেম্বর) শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে এই তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, কেউ যদি গণহত্যাকারী ও স্বৈরাচারী শেখ হাসিনার আদেশে প্রতিবাদ, সমাবেশ অথবা মিছিল আয়োজনের চেষ্টা করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ শক্তি দ্বারা তাদের প্রতিহত করবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের এই পরিস্থিতে কোনো ধরনের সহিংসতা অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা সহ্য করবে না।