ট্রাম্প জেতার পর হাসনাত-সারজিসের ব্যতিক্রমী প্রতিক্রিয়া

সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ অন্যরা
সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ অন্যরা  © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের ফেসবুক ওয়ালে একটি ভিডিও শেয়ার করা হয়। ক্যাপশনে তিনি লেখেন, ‘একটি চাঁরাতের অলীক স্বপ্ন প্রযোজনা’

ভিডিওতে শেখ হাসিনার ‘চট করে দেশে ঢুকে পড়ার’ ফাঁস হওয়া ভাইরাল অডিওকে নাটকীয়ভাবে তুলে ধরা হয়।

ভিডিওতে প্রতীকী গল্প তুলে ধরা হয়। ‘আওয়ামী লীগ ও ছাত্রলীগে’র নেতাকর্মীর চরিত্রে অভিনয়কারীদের ফোনে শেখ হাসিনাকে দেশে আসতে বলতে দেখা যায়। এ সময় অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ কয়েকজনকে দেখে তারা পালিয়ে যায়।

ভিডিওতে উপস্থাপিত নাটিকায় দেখা যায়, একজন কথা বলছেন। তাকে বলতে শোনা যায়, ‘আপা আমি সাদ্দাম বলতেছি আপা। আমরা পঞ্চগড়ে, বর্ডারে আপা। আমাদের কাছে চার-পাঁচ লাখ ছাত্রলীগের ছেলেপেলে আছে, দুই চার লাখ আওয়ামী লীগের আছে। আপা আপনি চট করে ঢুকে পড়েন, কোনো সমস্যা নাই। একদম চট করে আসবেন, আমরা সব রেডি করে রাখছি। একদম গাড়িটাড়ি, চট করে আসবেন ঢুকে পড়বেন...

এরপর দেখা যায়, হাসনাত ও সারজিসসহ কয়েকজন একদিক থেকে হেঁটে আসছেন এবং তাদের দেখে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভূমিকায় অভিনয় করা তরুণরা পালা পালা চিৎকার করে এদিক-ওদিক দৌড়াদৌড়ি করছে।

এ সময় একজনকে বলতে শোনা যায়, আপা, আপনি আইসেন না আপা, যেখানে আছেন সেখানেই থাকেন, আপা। সমন্বয়করা আসতেছে আপা, আপনি আইসেন না আপা, সবাই পালাইতেছে আপা…।

সারজিস আলমের ফেসবুকে শেয়ার করা এই ভিডিওতে নানা রকম মন্তব্য করছেন নেটিজেনরা। বিষয়টি নিয়ে মজাও করছেন অনেকেই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence