ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ১১০৯, মৃত্যু সংখ্যা ৪
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৫১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন করে মৃতের সংখ্যা বাড়লো ৪ জন। চলতি বছরে এখন পর্যন্ত একদিনে ভর্তি হওয়া সর্বোচ্চসংখ্যক রোগীর সংখ্যা এটি।এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৩০ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ২৪৭ জন।
বুধবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে ঢাকার উত্তর সিটি করপোরেশনের একজন, চট্টগ্রাম বিভাগে একজন ও খুলনা বিভাগের একজন রয়েছেন।
আরও জানানো হয়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৯৩৪ জন, বাকি ২ হাজার ২৯৮ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।