হাছান মাহমুদের বক্তব্য নিয়ে যা বললেন মির্জা ফখরুল

০৫ নভেম্বর ২০২৪, ০৯:০৯ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
হাছান মাহমুদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হাছান মাহমুদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গণতন্ত্র পুনরুদ্ধারে যে বক্তব্য দিয়েছেন, সেটাকে ভূতের মুখে রামনাম বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। 

গত রোববার লন্ডনভিত্তিক টেলিভিশন ‘চ্যানেল এস’ দেয়া এক সাক্ষাৎকারে এমন বক্তব্য দিয়েছিলেন হাছান মাহমুদ। তাঁর সেই সাক্ষাৎকার দেশের কয়েকটি পত্রিকা ও অনলাইনে প্রকাশ করা হয়েছে। তাতে তিনি বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনতে না পারা আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল ছিল। গণতন্ত্র পুনরুদ্ধারে দলটির সঙ্গে একযোগে কাজ করতে আওয়ামী লীগ প্রস্তুত।

শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির সবচেয়ে বড় সমালোচক ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। স্বাভাবিকভাবেই তার এমন বক্তব্যের পর বিভিন্ন মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। লোকজন নানা মন্তব্য করছেন। অনেক বিশ্লেষক মনে করেন, বিএনপির ভেতরে এ ধরনের চিন্তা থাকতে পারে। তবে তা নাকচ করে দিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানুষ বিশ্বাস করে না। 

মির্জা ফখরুল বলেন, ভূতের মুখে রামনাম। আমরা আগেও বলেছি এবং এখনো বলছি, তারা (আওয়ামী লীগ) এখন গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে। এ কথা শুনলে ঘোড়াও হাসবে। গণতন্ত্র আনতে দেশের মানুষ আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে। তারা দেশ থেকে পালিয়ে গেছে। তাদের মুখে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা শোভা পায় না।

বিএনপির মহাসচিব উল্লেখ করেন, আওয়ামী লীগ দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা গণতন্ত্র পুনরুদ্ধার করার কথা বললে সেটা জনগণ বিশ্বাস করে না। হাছান মাহমুদের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির শীর্ষ পর্যায়ের আরেক নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তিনি তো (হাছান মাহমুদ) দেশ থেকে পালিয়ে গেছেন। তার কথার জবাব দেয়ার কিছু নেই।

প্রসঙ্গত, ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী শাসনের পতন হয় গত ৫ আগস্ট। সাড়ে ১৫ বছরের শাসনের পতনের পর আত্মগোপনে চলে যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন, এমন গুঞ্জনও ছড়িয়েছিল। পরে তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি বিদেশে কোথাও অবস্থান করছেন।

ইউপি সচিবের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9