বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে ইন্টার্ন ভর্তি, পাবে দৈনিক ভাতা

০৫ নভেম্বর ২০২৪, ০৩:১০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
বিএফসিসি

বিএফসিসি © সংগৃহীত

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) অপারেশন শাখায় পেন্টিম্যান পদে ইন্টার্ন ভর্তির লক্ষ্যে উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে এই ভর্তি করা হবে। এতে আগ্রহীদের সম্মানী প্রদান করা হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ব্যবস্থাপক বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের ব্যবস্থাপকের (প্রশাসনের) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রার্থীদের জন্য বেশ কয়েকটি শর্ত পূরণের কথা বলা হয়েছে। তা হলো-
১. প্রত্যেক নির্বাচিত ইন্টানকে দৈনিক হাজিরা সাপেক্ষে ৬০০ টাকা হারে সম্মানী প্রদান করা হবে। নির্ধারিত সম্মানী ছাড়া অন্য কোনো ভাতাদি প্রাপ্য হবেন না।

২. রোস্টার মোতাবেক দৈনিক ৮ ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে। 

৩. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১৮-১১-২০২৪ খ্রি. তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর) হতে হবে।

৪. প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত শারীরিক যোগ্যতা থাকতে হবে, যেমন: (ক) উচ্চতা: পুরুষ কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, নারী কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি; (খ) বিএমআই (BMI) 2.0 হতে ২৪.৯; (গ) সুঠাম দেহের অধিকারী হতে হবে।

৫. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।

৬. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।

৭. আবেদনপত্রে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ১৮-১১-২০১৪ খ্রিঃ তারিখে বয়স, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা, ধর্ম, জাতীয়তা, মোবাইল নাম্বার, ই-মেইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম সনদ নম্বর, বৈবাহিক অবস্থা, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পোষ্য কি না, তা উল্লেখ করতে হবে।

৮. আবেদনপত্রের সঙ্গে ৩ কপি পাসপোর্ট সাইজ এবং কপি স্ট্যাম্প সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন/ওয়ার্ড কমিশনারের প্রদত্ত সনদ, এনআইডি কার্ড/জন্ম সনদ, মুক্তিযোদ্ধা সনদের (মুক্তিযোৱা পোষ্যদের ক্ষেত্রে) সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

৯. দাখিল করা কাগজপত্র এবং ছবি প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে।

১০. ইতোপূর্বে অপারেশন শাখায় ইন্টার্ন হিসেবে দুই বার ভর্তিকৃত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

১১. অসম্পূর্ণ ভুল তথ্যসংবলিত ত্রুটিপূর্ণ এবং ইন্টার্ন ভর্তি বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম যোগ্যতা যেমন: বয়স, শিক্ষাগত যোগ্যতা, জেলা ও স্থায়ী ঠিকানা ইত্যাদি যেকোনো বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দ্বারা পূরণ করা আবেদন ভর্তির যেকোনো পর্যায়ে বাতিল বলে গণ্য হবে।

১২. আগামী ১৮-১১-২০১৪ খ্রি. তারিখ বিকাল ৫টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ব্যবস্থাপক প্রশাসন, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা বরাবর নির্ধারিত বাক্সে জমা করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ভর্তি সংক্রান্ত কার্যক্রম যেকোনো সময় কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9