ঢাকা থেকে ৬ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ঢাকা সদরঘাট
ঢাকা সদরঘাট  © সংগৃহীত

ঢাকার সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের ছয়টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের নদ-নদী উত্তাল থাকায় ও জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত, ঢাকা নদীবন্দরে ২ নম্বর সংকেত থাকায় আজ সকাল থেকে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া, খেপুপাড়া, রাঙ্গাবালী, আয়শাবাগ ও চর মোন্তাজ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ট্রাফিক ব্যবস্থা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক ইসমাইল হোসাইন বলেন, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সমুদ্র উপকূল অঞ্চলে ৩ এবং ঢাকা নদীবন্দর এলাকায় ২ নম্বর সংকেত থাকায় ঢাকা নদীবন্দর থেকে ছয়টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এ নির্দেশ জারি থাকবে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ