টানা ১৫ বছর ধরে দুর্গাপূজার মন্দিরে ১৪৪ ধারা!

মন্দিরের ছবি
মন্দিরের ছবি  © সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের দুই অংশের বিরোধকে কেন্দ্র করে একটানা ১৫ বছর ধরে দুর্গাপূজার সময় মন্দিরে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের এই চিত্র। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এবারও মন্দিরটিতে ১৪৪ ধারা জারি করেছে সদর উপজেলা প্রশাসন। ফলে ১৫ বছর ধরে এখানকার পূজারিরা পূজা থেকে বঞ্চিত হচ্ছেন।

সোমবার (০৭ অক্টোবর) সকালে ১৪৪ ধারার বিষয়টি জানা যায়। এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪৪ ধারা জারি করেন সদর উপজেলার নির্বাহী অফিসার বেলায়েত হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন থেকে ওই মন্দিরের নামে থাকা জমি নিয়ে স্থানীয় দু’পক্ষের মধ্যে বিরোধ চলছে। এবারও দুর্গাপূজাকে কেন্দ্র করে সহিংসতা ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এরই লক্ষ্যে ৭ অক্টোবর সকাল ৬টা থেকে ১৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা কার্যকর থাকবে।

জানা যায়, দীর্ঘদিন ধরে মন্দিরের জমি ভোগদখল নিয়ে হিন্দু সম্প্রদায়ের দুই অংশের মধ্যে বিরোধ চলে আসছিল। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও ইসকন ব্যতীত অন্য অংশের সংঘর্ষ হয়। সংঘর্ষে মন্দিরের সেবায়েত ফুলবাবু নিহত হন। তখন থেকেই ওই মন্দিরে ধর্মীয় উৎসবের সময় সহিংসতা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে আসছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence