ঢাকায় খাবারের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

০৫ অক্টোবর ২০২৪, ১১:২৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
আগুন

আগুন © সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে অন্তত ৮ জন আহত হয়েছেন। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে রামেরকান্দা বোর্ডিং এলাকায় নবাবগঞ্জগামী একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাবারের দোকানের গ্যাস সিলিন্ডারে লাগলে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই দোকানে আগুন ধরে যায়। এসময় লোকজন ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে ওই দোকানের আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. কাজল বলেন, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রামেরকান্দা বোর্ডিং এলাকায় খাবারের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়েছিল। এতে দোকান তিনটির অধিকাংশই পুড়ে যায়।

বিনা খরচে অক্সফোর্ডে অধ্যয়নের সুযোগ, আবেদন স্নাতকােত্তর-পিএ…
  • ০৬ জানুয়ারি ২০২৬
আচরণবিধি ভঙ্গের দায়ে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ
  • ০৬ জানুয়ারি ২০২৬
ভোটগ্রহণের সময় শেষ হলেও বুথে দীর্ঘ লাইন
  • ০৬ জানুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, দেখবেন যেভা…
  • ০৬ জানুয়ারি ২০২৬
পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করলেন ১৫ লাখ ভোটার
  • ০৬ জানুয়ারি ২০২৬
ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টে…
  • ০৬ জানুয়ারি ২০২৬