সীমান্তে আ. লীগের নেতাকর্মী পালানোর দায় শুধু বিজিবির কেন— প্রশ্ন মহাপরিচালকের

০৩ অক্টোবর ২০২৪, ০৩:৫২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM
বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী © টিডিসি রিপোর্ট

সীমান্তে আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়ে যাওয়ার বিষয়ে বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, এর দায় শুধু বিজিবির কেন? আর অবশ্যই তদন্ত হবে, তদন্ত হচ্ছে। কোন বিজিপির আওতাভুক্ত সীমান্ত এলাকা দিয়ে তারা পালিয়েছেন তা তদন্ত করা হচ্ছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশ থেকে পালানোর ঘটনায় বিজিবির দায় আছে। তো শুধু কি বিজিবিই দায়বদ্ধ? কোন সীমান্ত দিয়ে কে পালিয়ে গেছেন তা অবশ্যই তদন্ত করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

গত ৬ আগস্ট থেকে যে স্ক্রল দেখেছেন যে, সীমান্ত পথে পালানো রোধে বিজিবিকে সহায়তা করুন, এই নির্দেশনা কেউ বিজিবিকে দেয়নি। নিজ উদ্যোগে করেছি। তখন থেকে আমরা চেষ্টা করছি। তথ্য দেওয়ার যে সব সংস্থা আছে তারাও যদি তথ্য দেন তাহলে কাজটা সহজ হয়।

সবাই কি পালিয়ে গেছে? আমার মনে হয় না। জনবহুল এই দেশে কেউ কেউ আত্মগোপনে আছেন। মাদক ব্যবসায়ী বদিকে ধরার জন্য বেশকটি অভিযান পরিচালনা করেছি। শোনা গেল তিনি ট্রলারে করে মিয়ানমার গেছেন। কিন্তু গ্রেপ্তার হলেন সীতাকুণ্ড থেকে। এরকম একদিকে যাওয়ার আওয়াজ দিয়ে অন্য দিক থেকে পালানোর চেষ্টা করছেন অনেকে।

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের কাছেও তথ্য থাকে। বিজিবিকে জানান, আমরা ব্যবস্থা নেবো। আমরা পালানো রোধে বদ্ধপরিকর।

ফুটবল-ক্রিকেট বিশ্বকাপসহ ২০২৬ সালে যত খেলা
  • ০১ জানুয়ারি ২০২৬
রাজশাহীতে প্রাথমিকের শিক্ষার্থীরা সব বই পেলেও পায়নি ৭ম-৮ম শ…
  • ০১ জানুয়ারি ২০২৬
টাকা তুলতে পারছেন ৫ ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব…
  • ০১ জানুয়ারি ২০২৬
এনইআইআর চালু আজ, আপনার মোবাইল কি বৈধ? জানবেন যেভাবে
  • ০১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন অধ্যাপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!