‘বাড়ি ছেড়ে শত কিলোমিটার দূরে থাকায় শিক্ষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন’

২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

শূন্যপদে বদলির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। শূন্য পদে সর্বজনীন বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোটের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এ সময় বিগত সরকারের মতো অন্তর্বতীকালীন সরকারও বিষয়টি নিয়ে সময়ক্ষেপন করছে বলে অভিযোগ করেন তারা।

বাড়ি ছেড়ে শত কিলোমিটার দূরে থাকায় শিক্ষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন জানিয়ে এ সময় বক্তারা বলেন, এমপিওভুক্ত হাজার হাজার শিক্ষক নিজ এলাকা থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থান করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছেন। নামমাত্র বাড়িভাড়া ১ হাজার টাকা ও চিকিৎসা ভাতা ৫০০ টাকাসহ অতি সামান্য ১২ হাজার ৭৫০ টাকা নীট বেতনে বাড়ি থেকে দূর-দূরান্তে অবস্থান করে খুবই মানবেতর জীবনযাপন করছেন। 

বাবা-মা ভাই-বোনা স্ত্রী-সন্তান সবাইকে ছেড়ে বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থান করায় শিক্ষকরা মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, যার দরুন ক্লাসে পাঠদান কার্যক্রমে মনযোগ নষ্ট হচ্ছে। দূরে চাকরিরত থাকার কারণে অনেক শিক্ষক স্বজন হারানোর সংবাদ পেয়েও বাড়িতে গিয়ে জানাজা কাফন-দাফনের কাজে অংশগ্রহণ করতে পারেন না, যা খুবই বেদনাদায়ক। বদলিপ্রত্যাশী শিক্ষকদের এ নিরব কান্না বুকে ধারণ করে মনোকষ্ট নিয়ে জীবনযাপন করছেন বলে উল্লেখ করেন তারা। 

বদলি চালু করতে সরকারের কোনও বাজেটের প্রয়োজন নেই জানিয়ে তারা বলেন, ২০২১ সালের এমপিও নীতিমালার আগে সব নীতিমালায় এমপিওভুক্ত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি চালুর বিষয়টি উল্লেখ ছিল। বদলিপ্রত্যাশী শিক্ষকরা বহুদিন যাবত বদলি চালুর জন্য সরকারের নিকট আবেদন নিবেদন করে আসছেন।

আরো পড়ুন: ১৮ দিন ধরে বন্ধ ইবির বঙ্গবন্ধু হলের ডাইনিং, ভোগান্তিতে শিক্ষার্থীরা

বক্তারা বলেন, বিগত সরকার বদলি চালুর ব্যাপারে কোনও আন্তরিকতা দেখায়নি বরং এনটিআরসিএ সুপারিশপ্রাপ্তদের পারস্পরিক বদলির প্রজ্ঞাপন দেয়, যা ১ শতাংশের ওউপকারে আসবে না। শূন্য পদে বদলির খসড়া প্রস্তাবনাসহ তারা কয়েকবার সরকারের উচ্চ পর্যায়ে আলোচলা করেছেন। বিগত সরকারের মতো অন্তর্বতীকালীন সরকারও এটি নিয়ে সময়ক্ষেপন করছে বলে অভিযোগ তাদের। 

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, আন্দোলনের সমন্বয়ক হাবিবউল্লাহ রাজু, মো. রবিউল ইসলাম, এ এইচ বাবলু, তোফায়েল সরকার, রফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, মেজবাউল হাসান, রুহুল মামুন, উজ্জল দাস, জেড আই জাহিদ, রাশিদা আক্তার বেলাল হোসেন, আফিস, মাহমুদা খানম, মোহাম্মদ আলী, নুরুজ্জামান মন্ডল, বাবেশিকফো যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম, জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব জসিম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষক-কর্মচারী সংগঠনের নেতরা।

সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীর তিনটি আসনে নির্বাচনী মানচিত্র বদলাবে প্রায় ৬ লাখ তরুণ…
  • ১১ জানুয়ারি ২০২৬
ইটভাটা থেকে ৭ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন মাসুম বিল্লাহ
  • ১১ জানুয়ারি ২০২৬
লাজ ফার্মায় চাকরি, পদ ১২, আবেদন এইচএসসি পাসেই
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9