৫ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন

ফরহাদ হোসেন
ফরহাদ হোসেন  © ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার শ্যামলীর রিং রোড এলাকায় পোশাকশ্রমিক রুবেল নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ এ আদেশ দেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

র‌্যাব-২-এর সিনিয়র এসপি শিহাব করিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালালে রুবেল নামে এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় ২২ আগস্ট হত্যা মামলা করেন তার বাবা রফিকুল ইসলাম।

এজাহারে বলা হয়, ৫ আগস্ট আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে যান রুবেল। এ সময় আসামিদের প্রত্যক্ষ-পরোক্ষ নির্দেশ ও প্ররোচনায় মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ রুবেল ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র‌্যাবের একটি দল ফরহাদ হোসেনকে আটক করে আদাবর থানায় হস্তান্তর করা হয়।


সর্বশেষ সংবাদ