সীমান্তে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র পুলিশ সুপার (এসপি) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মো. মেহেদী হাসান চৌধুরী ও রিয়াজ মাহমুদের বিরুদ্ধে ডিএমপি আদাবর থানা ও জিএমপি বাসন থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলার আসামি।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টায় ডিবির একটি টিম তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।