ঈগল প্রতীকে নির্বাচন কমিশনের নিবন্ধন পেল এবি পার্টি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৯:০৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৪, ০৯:০৪ PM
হাইকোর্টের আদেশের পর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। বুধবার নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। নতুন নিবন্ধন পাওয়া এ রাজনৈতিক দলটির প্রতীক ঈগল। দলটির নিবন্ধন নম্বর ৫০।
এর আগে গত সোমবার রাজনৈতিক দল হিসেবে এবি পার্টিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় হাইকোর্ট।
আরও পড়ুন: শেখ হাসিনা: গণতন্ত্রের আইকন যেভাবে একনায়ক
জামায়াতে ইসলামীর সংস্কারপন্থীদের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক দল এবি পার্টি। বিগত ২০২০ সালের ২ মে দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী জামায়াতের সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য আর সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি।
আরও পড়ুন: নিবন্ধন ফেরত, নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের চেষ্টায় জামায়াত
২০২৩ সালে ২৪ জুলাই দলটির নিবন্ধনের আবেদন খারিজ করে নির্বাচন কমিশন চিঠি দেয়। এই চিঠির বৈধতা নিয়ে দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ওই বছরেরই ২৩ আগস্ট হাইকোর্টে রিট করেন।
আরও পড়ুন: কী হয়েছিল শেষ মুহূর্তে, যে পরিস্থিতিতে দেশ ছাড়েন শেখ হাসিনা
রাজনৈতিক দল হিসেবে এবি পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে গত বছরের ৩১ আগস্ট রুল জারি করেছিল আদালত।