© সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রতি ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিলের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম। তাঁরা আরও বলেন, দেশবাসীকে নির্মোহভাবে ফ্যাসিবাদের সব শিক্ষা, সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব এবং এর পুনরুত্থানের সব শিকড় উপড়ে ফেলতে হবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান আজ সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের এক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ আওয়ামী লীগের উদ্দেশে বলেন, তাদের এমন কিছু করা উচিত হবে না, যাতে নেতা-কর্মীদের জীবন বিপন্ন হয়। তাদের বরং দল পুনর্গঠনে মনোযোগ দেওয়া উচিত।
আওয়ামী লীগ দুঃশাসন ছাড়া দেশকে কিছুই দেয়নি উল্লেখ করে হেফাজতে ইসলামের বিবৃতিতে বলা হয়, আওয়ামী ফ্যাসিবাদীদের সংগঠিত হওয়ার কোনো অধিকার নেই। তাদের রুখে দিতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে হেফাজত নেতারা হতবাক। তাঁর এখানেই থামা উচিত।