গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা, অস্ত্র ছিনতাই

১০ আগস্ট ২০২৪, ০৮:২২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
গোপালগঞ্জে সেনাবাহিনী ওপর হামলা, গাড়ি ভাংচুর

গোপালগঞ্জে সেনাবাহিনী ওপর হামলা, গাড়ি ভাংচুর © সংগৃহীত

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেনাসদস্য, সংবাদকর্মী ও স্থানীয়সহ মোট ১৫ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় ৩ সেনা সদস্য আহত হয়েছে। এছাড়া ৩টি অস্ত্র ছিনতাই এবং ২টি গাড়ি ভাংচুর করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মী ও গ্রামবাসী জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সেনা সদস্যরা সড়ক অবরোধ তুলে নিতে বললে দলটির নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়। 

গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেনেন্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা যায়, সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। একপর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

লেফটেনেন্ট কর্নেল মাকসুদুর রহমান বলেন, ৩ থেকে ৪ হাজার মানুষ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। তাদের রাস্তা থেকে সরে যেতে বললে ইট-পাটকেল ছুড়তে থাকে এবং একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাংচুরসহ গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ৪ সেনা সদস্য আহত হয়েছেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৬তম সমাবর্তন শুরু
  • ০৭ জানুয়ারি ২০২৬
আজ তারেক রহমানের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক
  • ০৭ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে ১১ কেন্দ্রের ফলাফল প্রকাশ, ভিপি পদে এগিয়ে ছা…
  • ০৭ জানুয়ারি ২০২৬
বিষয়ভিত্তিক দক্ষতার সাথে যাচাই হবে বিশ্লেষণী ক্ষমতা ও বুদ্ধ…
  • ০৭ জানুয়ারি ২০২৬
২৫ বছর পর ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ…
  • ০৭ জানুয়ারি ২০২৬
আরও এক কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ছাত্রদল
  • ০৭ জানুয়ারি ২০২৬