ডিবি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান, ১৩ লাখ টাকা উদ্ধার

০৮ আগস্ট ২০২৪, ০৮:১৪ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM
ডিবি কার্যালয়ে অভিযান

ডিবি কার্যালয়ে অভিযান © ফাইল ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের একটি কক্ষের আলমারি থেকে ১৩ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (৭ আগস্ট) বিকেলে এই টাকা উদ্ধার করা হয়। এ সময় সুজা নামে এক পুলিশ সদস্যকেও আটক করা হয়। 

আটক সুজা ডিবি মতিঝিল বিভাগের একজন এসআই। তার দাবি, ওই ১৩ লাখ টাকা তার। বর্তমান পরিস্থিতির আগেই ব্যাংক থেকে ওই টাকা তুলে ডিবি অফিসে তার ড্রয়ারে রেখেছিলেন। বাড়ি যাবেন বলে টাকা নিতে এসেছিলেন। 

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা অফিসের সামনে ভিড় জমান সাধারণ মানুষ। মূলত তারা ডিবি অফিসের গুম সেলের বিষয়ে খোঁজ নিতে আসেন। এসময় তারা ডিবি কার্যালয়ের সামনে নামাজও আদায় করেন। তারা গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, ডিবি অফিসে গুম সেল আছে। সেখানে অনেক মানুষকে আটকে রাখা হয়েছে। পরে এই বিষয়ে তারা সেনাবাহিনীর সহযোগিতা চান।

ঘটনাস্থলে উপস্থিত একজন সাংবাদিকদের জানান, তাকে একসময় ডিবি ধরে এনে এই কক্ষে আটকে রাখেন। উলঙ্গ করে নির্যাতন করে মেয়েদের সামনে দাঁড় করিয়ে রাখা হয়। পরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬