থানায় থানায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৬:৪২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ০৬:৫৫ PM
স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ও থানাগুলোকে ঠিকঠাক করতে শিক্ষার্থী, শিক্ষক, সচেতন মানুষ, সাংবাদিকসহ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে থানায় থানায় নাগরিক নিরাপত্তা কমিটি করতে ওসিদের নির্দেশ দিয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
বুধবার বিকেল চারটায় বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ইন্টিগ্রিটি হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আগামী ২৪ ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের স্ব স্ব ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দেন তিনি। থানাগুলোর পুনর্নির্মাণ ও বাহিনী শৃঙ্খলা ফেরানো নিয়ে তিনি বলেন, আমরা বাহিনীর সদস্যদের আগামীকাল বিকালের মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছি। সব অফিসার ও সদস্যদের নিয়ে এ বিষয়গুলো দেখবেন বলেও জানান তিনি।
তিনি সদর দপ্তরের নির্দেশনা অফিসার ও ফোর্সদের কাছে পৌঁছাতে গণমাধ্যমের সাহায্য কামনা করেন।
ছাত্র-জনতার বিক্ষোভ ও এ নিয়ে সংঘটিত সংঘর্ষে পুলিশ জনগণের প্রত্যাশিত উপায়ে দায়িত্ব পালন করতে পারিনি। এর দায় স্বীকার করে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি)।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্বপালন করতে পারেনি। এর দায় স্বীকার করে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
ছাত্র-জনতার বিক্ষোভ ও এ নিয়ে সংঘর্ষের জেরে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে পুলিশ আইনিভাবে অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেন তিনি।
যদিও এ কয়েকদিনে সংগঠিত ৪৩৯টি হত্যাকাণ্ডের বেশিরভাগ পুলিশ দ্বারা সংঘটিত হয়েছে বলে অভিযোগ আছে।
এতগুলো মানুষের রক্ত হাতে মাখা পুলিশ নিজেদের বিরুদ্ধে কী উপায়ে তদন্ত কাজ পরিচালনা করবে?- দ্যা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে নিরুত্তর থাকেন আইজিপি।
সংবাদ সম্মেলনে তিনি আগামীকাল বৃহস্পতিবার বিকেলের মধ্যে সব পুলিশ সদস্যকে নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশ দেন।
তিনি সংবাদ সম্মেলনে কোন প্রশ্ন নিতে চাননি। তবে সাংবাদিকদের প্রশ্নের মুখে কিছু কথা বলেছেন। দেশের যেকোনো প্রয়োজনে পুলিশ বাহিনী পেশাদারিত্বের সাথে জনগণের পাশে দাঁড়িয়েছে জানিয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি। এর কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই। তাই সব সদস্যকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব স্ব ইউনিটে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে।
পুলিশ যেন আরও বেশি জনবান্ধব হতে পারে সেজন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, আমরা ইতোমধ্যে সংস্কারের উদ্যোগ নিয়েছি। নাগরিকদের জীবনমানের উন্নয়নে আমরা কাজ করবো। সেজন্য আমাদের সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিদের সমন্বয়ে একসঙ্গে কাজ করবো।
পুলিশের বর্তমান সংকটের কারণ হিসেবে নতুন আইজিপি বলেন, আমাদের কতিপয় উচ্চাভিলাসী ও অপেশাদার কর্মকর্তাদের কারণে জোরপূর্বক কর্মসূচি গ্রহণের কারণে পুলিশ সদস্যরাও আহত ও নিহত হয়েছে।