অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাতে: সেনাপ্রধান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৬:১১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ০৭:৫০ PM
অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (০৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সেনাসদরে গণমাধ্যমকে ব্রিফিংকালে সেনাপ্রধান এ তথ্য জানান।
এসময় সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস সুন্দর ও গণতান্ত্রিক দেশ উপহার দেবেন বলে প্রত্যাশা করেছি। এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান তিনি।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-এক জন বেশিও হতে পারে।’