সীমান্ত দিয়ে কেউ পালানোর চেষ্টা করলে বিজিবিকে জানানোর অনুরোধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১২:১৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM

সীমান্ত দিয়ে কেউ পালানোর চেষ্টা করলে তাকে ধরিয়ে দেওয়ার অনুরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সদর দপ্তর জানিয়েছে সীমান্ত দিয়ে কেউ পালানোর চেষ্টা করলে +8801769-600682 এবং +8801769-620954 এই দুটি নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
এর আগে পুলিশের ইমিগ্রেশন শাখার বরাত দিয়ে পুলিশ সদর দপ্তর জানিয়েছে বর্তমানে দেশের সকল ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে।
প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যেমন- সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়াকর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে।