ইসলামী ব্যাংকে এস আলমের নিয়োগকৃতদের ঢুকতে বাধা, ডিএমডিকে মারধর

ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক  © টিডিসি ফটো

ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। সেখানে এস আলমের নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ব্যাংকটির সুবিধাবঞ্চিত কর্মকর্তা ও স্টাফরা। তারা এস আলম গ্রুপের নিয়োগকৃতদের ব্যাংকে ঢুকতে দিচ্ছেন না। দেশের অন্যতম শীর্ষ এই ব্যাংকটিতে পতন হওয়া সরকারের মদদে বলপ্রয়োগের মাধ্যমে মালিকানায় আসে এস আলম গ্রুপ।

সোমবার শেখ হাসিনা দেশ ত্যাগের পর বিকাল থেকেই বিভিন্ন সরকারি স্থাপনা, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসভবন ও কার্যালয়ে হামলা-ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতেও আজ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলে দেওয়াছে। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঝুঁকি বিবেচনা করে ব্যাংকগুলো শাখা খোলা রাখতে পারবে; নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। ব্যাংকগুলো সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।

ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকের ডিএমডি রেজাউর রহমানকে মারধর করেছে আইবিবিএলের লোকজন। এছাড়া এস আলমের ‘বিশেষ কৃপায়’ প্রমোশন পাওয়া আরও অন্তত চার-পাঁচজনকে মারধর করেছে ব্যাংকটির কর্মকর্তারা। ইসলামী ব্যাংকের একজন ডিএমডি জানান, তাকেও ব্যাংকে ঢুকতে দিচ্ছেন না বিক্ষুদ্ধরা।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর আজ মঙ্গলবার দেশের সব অফিস-আদালত খুলেছে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব খুলে দেওয়ার কথা বলা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence