‘জামায়াত-শিবির থেকে নাম কাটার’ কথা বলে হকারদের কাছ থেকে চাঁদাবাজি

  © সংগৃহীত

সরকারদলীয় কিছু নেতা ‘জামায়াত-শিবির থেকে নাম কাটা প্যাকেজ’ শিরোনামে হকারদের কাছ থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা আদায় করছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। সংগঠনটির দাবি, চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে নিরীহ হকার ও শ্রমজীবী মানুষের ওপর জুলুম-নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে এ ধরনের নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে।

বুধবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এসব দাবি জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, পুরানা পল্টন মোড়, বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেট, ক্রীড়া পরিষদ ভবন, দৈনিক বাংলাসহ ঢাকার বিভিন্ন স্থানে ব্যবসা করা হকারদের জামায়াত–শিবির বানিয়ে তাঁদের থেকে চাঁদাবাজি করা হচ্ছে।

বিবৃতিতে বাংলাদেশ হকার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষে সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা অনেক বছর ধরে হকারদের কাছ থেকে চাঁদাবাজি করছেন। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও অপরাধমূলক কাজে জড়িত অথবা জড়িত নন মর্মে তাঁরা টাকার বিনিময়ে সনদ দিচ্ছেন। ইতিমধ্যে অনেকেই চাঁদার টাকা না দিতে পেরে গ্রেপ্তার হয়েছেন, আবার অনেকেই এলাকাছাড়া হয়েছেন। এ অবস্থায় পরিবার-পরিজনসহ ভয়াবহ অভাবে দিন কাটাচ্ছেন তাঁদের অনেকেই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence