‘জামায়াত-শিবির থেকে নাম কাটার’ কথা বলে হকারদের কাছ থেকে চাঁদাবাজি

০১ আগস্ট ২০২৪, ১১:৫৩ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM

© সংগৃহীত

সরকারদলীয় কিছু নেতা ‘জামায়াত-শিবির থেকে নাম কাটা প্যাকেজ’ শিরোনামে হকারদের কাছ থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা আদায় করছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। সংগঠনটির দাবি, চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে নিরীহ হকার ও শ্রমজীবী মানুষের ওপর জুলুম-নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে এ ধরনের নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে।

বুধবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এসব দাবি জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, পুরানা পল্টন মোড়, বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেট, ক্রীড়া পরিষদ ভবন, দৈনিক বাংলাসহ ঢাকার বিভিন্ন স্থানে ব্যবসা করা হকারদের জামায়াত–শিবির বানিয়ে তাঁদের থেকে চাঁদাবাজি করা হচ্ছে।

বিবৃতিতে বাংলাদেশ হকার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষে সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা অনেক বছর ধরে হকারদের কাছ থেকে চাঁদাবাজি করছেন। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও অপরাধমূলক কাজে জড়িত অথবা জড়িত নন মর্মে তাঁরা টাকার বিনিময়ে সনদ দিচ্ছেন। ইতিমধ্যে অনেকেই চাঁদার টাকা না দিতে পেরে গ্রেপ্তার হয়েছেন, আবার অনেকেই এলাকাছাড়া হয়েছেন। এ অবস্থায় পরিবার-পরিজনসহ ভয়াবহ অভাবে দিন কাটাচ্ছেন তাঁদের অনেকেই।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আব…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন কুবি শিবিরের
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাদিক কায়েমের বক্তব্যে ছাত্রদল নেতা হামিমের প্রতিক্রিয়া
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় শিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ,…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, এক জেলায় বিএনপির-ছাত্রদল…
  • ৩০ জানুয়ারি ২০২৬