সারাদেশে ৫৫০ মামলায় গ্রেপ্তার ৬ হাজারের বেশি

সারাদেশে ৫৫০ মামলায় গ্রেপ্তার ৬ হাজারের বেশি
সারাদেশে ৫৫০ মামলায় গ্রেপ্তার ৬ হাজারের বেশি  © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা, ভাঙচুর ও সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে দেশব্যাপী চলছে যৌথ অভিযান। মহানগর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে পরিচালনা করা হচ্ছে এ অভিযান। শিক্ষার্থী থেকে শুরু করে বিএনপি, ছাত্রদল, যুবদল, জামায়াত, ছাত্রশিবিরসহ সরকারবিরোধী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন।

পুলিশের দেয়া তথ্যমতে, গতকাল পর্যন্ত সারা দেশের ৫১টি মহানগর ও জেলায় প্রায় ৫৫০টি মামলা হয়েছে। বেশির ভাগ মামলার বাদী পুলিশ। এ ছাড়া ছাত্রলীগও অনেক মামলার বাদী। এসব মামলায় গত ৬ দিনে ৬ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও গ্রেপ্তারের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন,  ডিএমপি’র আওতাধীন থানা এলাকায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ২০৯টি মামলা হয়েছে। এসব মামলায় ২ হাজার ৩৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার সংখ্যাও বাড়ছে, গ্রেপ্তারও বাড়ছে। গতকাল র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস বলেন, সাম্প্রতিক সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের  অভিযোগে ঢাকায় ৬৩ জনকে র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন গ্রেপ্তার করেছে। এ ছাড়া ঢাকার বাইরের বিভিন্ন ব্যাটালিয়ন বিভিন্ন জেলা ও মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে ২০৩ জনকে গ্রেপ্তার করেছে। সবমিলিয়ে র‌্যাব ২৬৬ জনকে গ্রেপ্তার করেছে। 

জানা যায়, সারা দেশে গত ৬ দিনে যে পরিমাণ মামলা হয়েছে তারমধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকায়। বৃহস্পতিবার রাত পর্যন্ত ডিএমপিতে মামলার সংখ্যা ছিল ২০১টি। আর গ্রেপ্তার ছিল ২ হাজার ২০৯ জন। তবে শুক্রবার আরও ৮টি মামলা হয়েছে। আর গ্রেপ্তার হয়েছে আরও ১৪৮ জন। ডিএমপি’র মামলা বাদে বৃহস্পতিবার পর্যন্ত দেশের অন্যান্য স্থানে মামলা ছিল ২৯৯টি। আর গ্রেপ্তার ছিল ২ হাজার ২৯১ জন। তবে শুক্রবার মামলা-গ্রেপ্তার দুটিই বেড়েছে। সর্বশেষ তথ্যমতে, ঢাকার বাইরে ৩৫টির মতো মামলা হয়েছে। গ্রেপ্তারও হয়েছেন কয়েকশ’। 

পুলিশের বিভিন্ন সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশের বিভিন্ন থানায় প্রায় ২০টি মামলা হয়েছে। এসব মামলায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলায় ১৪ মামলায় ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইভাবে নরসিংদী জেলায় ১১ মামলায় প্রায় ২০০ জন, গাজীপুরে ২৮ মামলায় ৩৫০ জন, সিলেটে ১২ মামলায় ১৪০ জন, চট্টগ্রাম মহানগর ও জেলায় প্রায় ৩০টি মামলায় ৮০০ জন, রাজশাহীতে ১৭টি মামলায় ২৮০ জন, রংপুরে ১২টি মামলায় ১৫০ জন এবং বগুড়ায় ১৪টি মামলায় ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহ বিভাগে ১৬টি মামলায় ১৬০ জন, বরিশাল বিভাগে ৫ মামলায় ১২০ জন ও খুলনায় ৪টি মামলায় শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির সূত্রগুলো বলছে, থানা পুলিশের পাশপাশি ডিবি, র‌্যাব ঢাকার বিভিন্ন এলাকার বাসাবাড়িতে রাতে অভিযান পরিচালনা করছে। পুলিশের ধারণা কোটা আন্দোলনকে ঘিরে যারা সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিল তাদের অনেকেই ঢাকায় অবস্থান করছে। তাই এলাকা ধরে ধরে অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া নাশকতার ইন্ধনদাতা, অর্থদাতাদেরও নজরদারিতে রাখা হয়েছে। তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এমন নেতা ও সাধারণ আন্দোলনকারীরা বলছেন, পুলিশ ও ছাত্রলীগ বাদী হয়ে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করছে। এসব মামলায় অনেক আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ ছাড়া অনেকে পুলিশি হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন।


সর্বশেষ সংবাদ