মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা 

মেট্রোরেল
মেট্রোরেল  © ফাইল ফটো

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের চলা আন্দোলনে কেন্দ্র করে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ মেট্রোরেল বিকেল ৫টা ৩০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর আজ আর কোনো মেট্রোরেল চলাচল করবে না।

এছাড়াও আগের মতো মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন বন্ধ আছে।

যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

 

সর্বশেষ সংবাদ