‘বর্ষা এসেছে, সবার প্রতি অনুরোধ একটি গাছ লাগাবেন’

১৫ জুন ২০২৪, ০২:২১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
বৃক্ষরোপণ

বৃক্ষরোপণ © ফাইল ছবি

বর্ষা উৎসব উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক নিগার চৌধুরী বলেছেন, বর্ষা এসেছে। এখন সবার প্রতি অনুরোধ, এ সময় সবাই অন্তত একটি গাছ লাগাবেন। বিশেষ করে যারা গাঠ কেটেছেন, তার অন্তত একটি করে গাছ লাগান। প্রকৃতিকে সবুজ করে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আজ শনিবার সকাল সোয়া ৭টায় 'বর্ষা উৎসব উদযাপন পরিষদ'-এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা বিভাগের বকুলতায় অনুষ্ঠিত হয়েছে বর্ষা উৎসব-১৪৩১। এ উৎসবে যোগ দিয়ে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রবীণ বংশীবাদক তার বাঁশির সুরে বর্ষাকে আমন্ত্রণ জানান। এর পর একে একে চলতে থাকে নাচ, গান ও আবৃত্তি। বর্ষা ঋতুর লেখা থেকে পাঠ করেন অভিনেত্রী ত্রপা মজুমদার। এ ছাড়া অনুষ্ঠানে ছিল বর্ষা কথন পর্ব।

আরও পড়ুন: বর্ষা বরণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

এই পর্বে আমন্ত্রিত অতিথিরা বর্ষা ঋতু নিয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন। একই সঙ্গে শিশু-কিশোরদের মধ্যে বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য চিত্রশিল্পী আবুল বারাক আলভী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্যানেল মেয়র শহীদুল্লাহ মিনু।

চিত্রশিল্পী আবুল বারাক আলভী বলেন, বর্ষায় প্রকৃতির রূপ-বৈচিত্র্যে ব্যাপক পরিবর্তন আসে। আর এই ইতিবাচক পরিবর্তনের কারণে চিত্রশিল্পীদের কাছেও এই বর্ষাকাল প্রাধান্য পায়। ঢাবির চারুকলা বিভাগের একটি ঐতিহ্য আছে। যা বিভিন্ন সময় আন্দোলনসংগ্রামের পাশাপাশি দেশের সাংস্কৃতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্যানেল মেয়র শহীদুল্লাহ মিনু বলেন, বর্ষাকালকে আমরা দুইভাবে দেখেছি। গ্রাম ও শহরের চিত্র ভিন্ন। বৃষ্টির দিনগুলোতে গ্রামীণ নারীরা নকশিকাঁথা সেলাই করে দিন পার করেন। এ সময় নদ-নদী পানিতে থই থই করে। পানি পরিষ্কার হয়ে ওঠে। সেখান থেকে আমরা তাজা মাছ সংগ্রহ করি। অথচ আজ আমদের বৈরিতার কারণে বুড়িগঙ্গার পানি আর ছুঁয়ে দেখার অবস্থায় নেই।

এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের বদলে আড়াই কোটি টাকার অদম্য কাপ টুর্নামেন্টের ঘোষ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
 আইইউবিএটির স্প্রিং-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরি…
  • ৩১ জানুয়ারি ২০২৬
হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিলেন জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬