সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনের

মো. কামাল উদ্দিন পাটোয়ারী
মো. কামাল উদ্দিন পাটোয়ারী  © টিডিসি রিপোর্ট

চরফ্যাসন-শশীভূষণ মহাসড়কের অবৈধভাবে সড়ক জুড়ে রাখা কনক্রিট মেশিনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মো. কামাল উদ্দিন পাটোয়ারী (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৮টায় শশীভূষণ বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে এওয়াজপুর ইউনিয়নের পানির কল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কামাল উদ্দিন পাটোয়ারী উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শশীভূষণ বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন। রাত ৮ টায় তার নিজ বাড়ির নিকটবর্তী পানির কল এলাকায় এলে অপর দিক থেকে আসা একটি অটো বোরাককে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশে রাখা কনক্রিট মেশিনের (ঢালাই মেশিন) সঙ্গে তাকে বহনকারী মোটরসাইকেলটি ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় পথচারী ও স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ওসি মু. এনামুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ