ভারতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় শুরু হচ্ছে এক্সপো

০৪ জুন ২০২৪, ০২:১০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
এক্সপো লোগো

এক্সপো লোগো © লোগো ও ছবি

ভারতের শীর্ষ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোয় বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তিতে সহযোগিতা করতে এ বছরও ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’ আয়োজন করতে যাচ্ছে অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড।

এক বিজ্ঞপ্তিতে অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড বলেছে, বিভাগীয় শহর চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহীতে এই মেলা অনুষ্ঠিত হবে।  ৪ ও ৫ জুন চট্টগ্রামের দ্য পেনিনসুলা চিটাগংয়ে, ঢাকার যমুনা ফিউচার পার্কে ৭ ও ৮ জুন, ১০ জুন খুলনার সিটি ইনে এবং ১২ জুন রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলে ১২ জুন মেলা অনুষ্ঠিত হবে। মেলায় প্রবেশমূল্য ফ্রি

ভারতের ৩০টিরও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয় থাকবে এ মেলায়। এ কারণে ভর্তি বিভাগীয় প্রধানদের সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের মুখোমুখি আলাপ করার সুযোগ হবে। এ ছাড়া এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা পছন্দের প্রতিষ্ঠানে অন-স্পট আবেদন করার এবং মেধার ভিত্তিতে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি পাওয়ার সুযোগ পাবে।

অ্যাফেয়ার্স স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো ২০২৪ আয়োজনে অনেক স্বীকৃত প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে আছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি-বারানসি, ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজি (ভিআইটি), এসআরএম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-চেন্নাই, কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি)-ভুবনেশ্বর, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি-পাঞ্জাব, অ্যামিটি ইউনিভার্সিটি, এনআইটিটিই (ইউনিভার্সিটি হিসেবে বিবেচিত)-বেঙ্গালুরু, সপ্তগিরি এনপিএস ইউনিভার্সিটি-বেঙ্গালুরু, অ্যালায়েন্স ইউনিভার্সিটি-বেঙ্গালুরু, আইইএম-ইউইএম গ্রুপ-কলকাতা ইত্যাদি।

স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোতে ভারতের নেতৃস্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো দুই শতাধিক কোর্স অফার করবে। এর অনেকগুলো এনএএসি-স্বীকৃত এবং এনআইআরএফ ও কিউএস রেটিংপ্রাপ্ত। এসব কোর্সের মধ্যে আছে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সায়েন্স, ফার্মেসি, ম্যানেজমেন্ট ইত্যাদি। 

পাশাপাশি আছে নতুন যুগের কোর্স, যেমন এআই, এমএল, রোবোটিকস, ক্লাউড-কম্পিউটিং, এআর ও ভিআর। এসব প্রতিষ্ঠানের প্রধান ও অ্যাডমিশন টিম আগ্রহী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সঙ্গে সরাসরি কথা বলবেন। তাঁরা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন এবং শিক্ষার্থীদের শিক্ষা ও পেশাগত ভবিষ্যতের জন্য সঠিক পথ বাছাইয়ে দিকনির্দেশনা দেবেন।

অনুষ্ঠানস্থলে পেশাবিষয়ক বিশেষজ্ঞ পরামর্শদাতারাও উপস্থিত থাকবেন। তাঁরা শিক্ষার্থীদের সঠিক কোর্স বাছাইয়ে নির্দেশনা দেবেন এবং ভর্তি বিষয়ে সঠিক তথ্য জানাবেন। মেলায় অন-স্পট মূল্যায়ন ও আবেদনের ফলে ভর্তি কার্যক্রম হবে দ্রুত ও সহজ।

অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব বোলিয়া বলেন, আমাদের মূল উদ্দেশ্য ভারতে বিদ্যমান বিশাল ও বিবিধ উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সহজলভ্য করা। প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষার্থীদের সংযুক্ত করতে অ্যাফেয়ার্স আয়োজিত স্টাডি ইন ইন্ডিয়া শুধু একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে না। এই মেলা শিক্ষার্থীদের অন্তর্দৃষ্টিপূর্ণ শিক্ষা, অ্যাকাডেমিক অংশীদারত্ব এবং ভারতে ও বিদেশে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নিতে সক্ষম করে তুলবে। আমাদের লক্ষ্য হলো সঠিক উত্স থেকে সব নির্ভরযোগ্য তথ্য প্রদান করে ভর্তিপ্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করা।

স্টাডি ইন ইন্ডিয়া এক্সপোতে স্নাতক, স্নাতকোত্তর, এমনকি কর্মরত পেশাজীবীরাও অংশ নিতে পারবেন। শিক্ষার্থী ও অভিভাবকেরা এই ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন।

জামায়াত-এনসিপির কেউই ছাড়ছে না, কী হবে আসনটির?
  • ২০ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবিতে সিগারেটসহ সকল ধরনের নেশা জাতীয় দ্রব্য বিক্রি নি…
  • ২০ জানুয়ারি ২০২৬
লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কী?
  • ২০ জানুয়ারি ২০২৬
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বিষয় পছন্দক্রম পূর…
  • ২০ জানুয়ারি ২০২৬
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বাড়িতে ‘অবরুদ্ধ’ জামায়াত প্রার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের রিটের শুনানি আগামীকাল
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9