প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নাইমুল ইসলাম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মে ২০২৪, ১১:০৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM
দৈনিক আমাদের নতুন সময়’র এমিরেটাস সম্পাদক নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৩০ মে) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর মো. নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সচিব পদমর্যাদায় ৭৮ হাজার টাকা বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদি পাবেন। চুক্তিভিত্তিক
নাইমুল ইসলাম খানের নিয়োগের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। তাকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।