ভারতে নিহত এমপি আনারকে মেয়ের আবেগঘন স্ট্যাটাস

এমপি আনার ও তার মেয়ে
এমপি আনার ও তার মেয়ে  © সংগৃহীত

ভারতে চিকিৎসা করাতে গিয়ে খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। হারিয়ে শোকে মুহ্যমান তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এমপি আজীমের মৃত্যুর খবর ছড়িয়ে পরার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একের পর এক বাবার স্মৃতিচারণ করছেন তিনি। এবার বাবাকে নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিলেন তিনি।

বুধবার রাত ১০টার দিকে মুমতারিন ফেরদৌস ডরিন তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে লেখেন, ‘আব্বু, তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না? তুমি তো আমাকে নিয়ে যেতে চেয়েছিলে। আমিই যাইনি। ভিসা ছিলো না আমার। আমি তোমার কষ্টের ভাগ নিতে পারলাম না।’

এমপি আজীমের মেয়ে লিখেন, ‘তুমি কত কষ্ট পেয়েছ এটা ভাবলে আমার বেঁচে থাকার ইচ্ছা শেষ। আমি তোমার এত আঘাত, ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহ কি নেই? এত কষ্ট দিয়ে কোনো মানুষ মানুষকে মারতে পারে বলে আমার জানা ছিল না।’

বাবা হত্যার বিচার চেয়ে এমপি আজীমকন্যা আরও লিখেন, ‘আমি বিচার চাই, আমি বিচার চাই। আমি ওদের লাশ দেখতে চাই নির্মমভাবে।’

এর আগে গতকাল বিকেল ৩টা ১৯ মিনিটে দেওয়া এক স্ট্যাটাসে এমপি আজীমের মেয়ে লিখেছেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছেন, তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি। ধৈর্য ধরো তুমি। বিচার হবে।’

সম্প্রতি চিকিৎসা নিতে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আজীম। পরে বুধবার কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়। গত ১২ মে দুপুরে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য দর্শনার গেদে বন্দর দিয়ে ভারতের কলকাতায় যান। ১৫ মে থেকে পরিবারের সদ্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না।


সর্বশেষ সংবাদ