সভাপতিসহ ৫ আওয়ামী লীগ নেতাকে হারিয়ে চেয়ারম্যান হলেন স্বতন্ত্র নারী প্রার্থী

২২ মে ২০২৪, ০১:০৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM
স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা © ফাইল ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা। স্থানীয় পাঁচ আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন তিনি। ঘোড়া প্রতীকে সাবেকুন নাহার পেয়েছেন ৩৮ হাজার ৩০৯ ভোট।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে আওয়ামী লীগেরই ছিলেন পাঁচ জন। একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েন সাবেকুন নাহার। উপজেলায় সাবেকুন নাহারের নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক আনারস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬৪৭ ভোট।

অপর তিন প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৭০০ ভোট, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহিদুল আলম বেনু কৈ মাছ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ১৭০ ভোট, বর্তমান ভাইস চেয়ারম্যান ও কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মণ্ডল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬ ভোট এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী টেলিফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৭৬ ভোট।

প্রসঙ্গত, পাঁচবিবি উপজেলা নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৪ হাজার ৬৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২ হাজার ৬১৮ জন, পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ২৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে এ উপজেলায় ভোট পড়েছে ৩৯.৪৭ শতাংশ।

 
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে : নাহিদ ইসলাম
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬