হাতিরঝিলে ভাসছিল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ

১৫ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
হাতিরঝিল

হাতিরঝিল © ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলের রামপুরা ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। মৃত ওই যুবকের নাম ফয়েজ কাদের চৌধুরী (২৩)। তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন।

সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিল থানা পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ শনাক্ত করেন মৃত ফয়েজের পরিবারের লোকজন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: চলে গেলেন বিসিএসের স্বপ্নে ঈদে বাড়ি না যাওয়া বেরোবি ছাত্র আফ্রিদি

তিনি জানান, পরিবারের লোকজন মরদেহ দেখে শনাক্ত করেছেন। ফয়েজ উত্তর শাহজাহানপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। মৃত যুবকের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

‘গত তিন-চার মাস আগে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। রোববার (১৪ এপ্রিল) রাতে বন্ধুর বাসায় যাবে বলে ঘর থেকে বেরিয়ে যায় ফয়েজ। তারপর থেকেই নিখোঁজ। পুলিশ ধারণা করছে, পানিতে লাফিয়ে তিনি আত্মহত্যা করেছেন তবুও বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।’

মৃত ফয়েজের বাবা ফজলুল কাদের চৌধুরী জানান, তার ছেলে ফয়েজ মহামারি করোনার লকডাউনের সময় মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। ফয়েজ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হলেও তিন-চার মাস ধরে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। তার চিকিৎসা চলমান ছিল। রোববার রাতে তিনি বন্ধুর বাসায় যাবে বলে বাসা থেকে বের হন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। আজকের খবর পেয়ে তার ছেলের মরদেহ শনাক্ত করা হয়।

 
চরফ্যাশনে ইসলামী আন্দোলনের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাদিকে নিয়ে কলেজের পরীক্ষায় প্রশ্ন 
  • ২৯ জানুয়ারি ২০২৬
র‌্যাবের বিশেষ অভিযানে ৯২ সীসার পিলেট ও ৩ এয়ারগান উদ্ধার
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণা নিয়ে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা দি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়িতে ভাঙচুর
  • ২৯ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের এডমিট কার্ড ডাউনলোড করতে না পারা শিক্ষার্…
  • ২৯ জানুয়ারি ২০২৬