ঈদের দিনও স্বাস্থ্যসেবা পরিস্থিতি দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০৫:৪৯ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ PM
সারাদেশে চলমান ঈদুল ফিতরকে কেন্দ্র করে মানুষ যখন টানা ছুটি কাটাচ্ছে এবং আনন্দময় মুহূর্ত উপভোগ করছে সেই সময়ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সক্রিয় রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
ঈদের দিন হঠাৎ তিনি রাজধানীর অন্যতম তিনটি হাসপাতাল- মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইউনিট পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর থেকে মন্ত্রী এসব হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মন্ত্রী হিসেবে এটা আমার প্রথম ঈদ। আমি আশা করছি দেশের মানুষ খুব সুন্দরভাবে ঈদ পালন করছেন।
এ সময় তিনি বলেন, গতকাল দুটি হাসপাতালে গিয়েছি, দুই জায়গায়ই আমি পর্যাপ্ত ডাক্তার ও নার্স পেয়েছি। আমি সন্তুষ্ট। রোগীদের সঙ্গেও আমি কথা বলেছি। কেউ কোনো অভিযোগ করেনি। সকালে দেশের সকল হাসপাতালের পরিচালকদের মেসেজ পাঠিয়েছি। আমি এখন পর্যন্ত যতটুকু জানি, সব জায়গায় চিকিৎসা চলছে। কোথাও ব্যত্যয় ঘটেনি।
যদিও এর আগেই জানানো হয়েছিল, স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালগুলোতে চলমান অভিযানের অংশ হিসেবে মন্ত্রী যেকোনো সময় যেকোনো হাসপাতাল পরিদর্শন করতে পারেন।