বুয়েটে ছাত্রলীগ ফিরলে শিক্ষার্থীদের জীবন জিম্মি হবে: এবি পার্টি

০৩ এপ্রিল ২০২৪, ০৯:২৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM

© সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি ফিরলে শিক্ষার্থীদের জীবন জিম্মি হবে বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো দখলে নিয়ে ছাত্রলীগ নির্যাতন কক্ষ বানিয়ে রেখেছে। ক্যাম্পাসে সহিংসতার মূলে রয়েছে এই ছাত্রলীগ।

বুধবার বিকেলে রাজধানীর পল্টনের বিজয়নগর সড়কে আয়োজিত মানববন্ধনে এবি পার্টির নেতারা এসব অভিযোগ করেন। বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি ও বুয়েট ক্যাম্পাস অস্থিতিশীল করার নিন্দা জানিয়ে এই মানববন্ধনের আয়োজন করে দলটি।

সমাবেশে এবি পার্টির নেতারা বলেন, আবরার হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ না পেলে জানা যেত না, ছাত্রলীগের নেতারা কত ঠান্ডা মাথায় খুন করতে পারে। পুরান ঢাকায় বিশ্বজিৎ নামের একজন দরজিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায়ও ছাত্রলীগ নেতাদের চরিত্র প্রকাশ পায়। ছাত্রলীগের খুন, ধর্ষণ ও চাঁদাবাজির কারণে মানুষ ছাত্ররাজনীতির প্রতি বিরক্ত ও বীতশ্রদ্ধ হয়ে পড়েছে।

বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবি পার্টির নেতারা বলেন, ক্যাম্পাসগুলো দখলে নিয়ে ছাত্রলীগ নির্যাতন কক্ষ বানিয়ে রেখেছে। তাঁরাই ক্যাম্পাসে সহিংসতার নাটের গুরু। বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি ফিরিয়ে এনে শত শত মেধাবী ছাত্রের জীবনকে জিম্মি করতে দেওয়া যায় না।

দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী সিমাব ফাহিম, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, যুব পার্টির সদস্যসচিব শাহাদাত উল্লাহ টুটুল, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স প্রমুখ।

প্রিমিয়ার লিগ জেতার দৌড়ে পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ে অ্…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের রোমহর্ষক অভিযানের ব…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানকে 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ' বলল ক…
  • ০৪ জানুয়ারি ২০২৬
আপাতত ভেনেজুয়েলা শাসন করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ০৪ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মজনুর কোটি টাকার স…
  • ০৪ জানুয়ারি ২০২৬
যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!