ঢাকায় উদ্‌যাপিত হলো লক্ষ্মীপুরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী

লক্ষ্মীপুর জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিথিরা
লক্ষ্মীপুর জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিথিরা  © টিডিসি ফটো

রাজধানীতে দেশের দক্ষিণের জেলা লক্ষ্মীপুরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি ক্লাব অডিটোরিয়ামে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম’র উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজিত হয়। এসময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ এবং ঢাকার বিভিন্ন শিক্ষালয়ে অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে থাকা জেলার শিক্ষার্থীরা। ছবি: সৌজন্যে প্রাপ্ত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। সংগঠনটির উপদেষ্টা ও লক্ষ্মীপুর জেলা বাস্তবায়ন ফোরামের আহ্বায়ক হেদায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, জীবন গ্রুপের চেয়ারম্যান মোশাররফ পাটওয়ারী অনিক, ক্রিবসল আইটির সিইও আহমদ নাছের কাওছার, ইডেন মহিলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রহমান।

আরও পড়ুন: লক্ষ্মীপুর-বগুড়ায় হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সহকারী অধ্যাপক  মো. মাসুম কবির, সানিউল ইসলাম, ইডেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আবু সালেহ মোহাম্মদ নোমান, তেজগাঁও সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবু জাফর মোহাম্মদ কামাল উদ্দিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার আমির সোহেল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের লেকচারার আব্দুর রহমান রাফি, সংগঠনের সদ্য সাবেক সভাপতি রোকন উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ডা. জুয়েল। 

লক্ষ্মীপুর জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে থাকা জেলার শিক্ষার্থীরা। ছবি: সৌজন্যে প্রাপ্ত

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের সভাপতি আসহাব রাফি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাহিম ফয়সাল মার্শা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাহনিম সাইফ রুহান। 

প্রসঙ্গত, মেঘনা নদীর তীর ঘেঁষা মহকুমা থেকে ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি জেলা হিসেবে প্রতিষ্ঠা পায় লক্ষ্মীপুর। ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যের লীলাভূমি হিসেবে বাংলাদেশে অন্যতম একটি জেলা লক্ষ্মীপুর। প্রতিষ্ঠালগ্ন থেকেই ২৮ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলা দিবস পালন করে আসছে  ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম।


সর্বশেষ সংবাদ