গণিত উৎসবে সম্মাননা পেলেন ১৭৪ শিক্ষার্থী

গণিত উৎসবে সম্মাননা পেলেন ১৭৪ শিক্ষার্থী
গণিত উৎসবে সম্মাননা পেলেন ১৭৪ শিক্ষার্থী  © টিডিসি ফটো

ফেনীতে গণিত উৎসব-২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) উপজেলা অডিটোরিয়ামে ছাগলনাইয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মোট ১৭৪ জন শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট, সার্টিফিকেট এবং উপহারসামগ্রী দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ছাগলনাইয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক মো. সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ছাগলনাইয়ার সেক্রেটারি ও ফেনী জেলা পরিষদ সদস্য  জনাব কাজী ওমর ফারুক, গোল্ডেন ট্রেড বিডির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম হেলালী, রোটার‍্যাক্ট জেলা প্রতিনিধি পিপি শরিফুল ইসলাম অপু, মানারাত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জয়নুর আবেদীন, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম আফসার, ছাগলনাইয়া একাডেমির প্রধান শিক্ষক আলমগীর হোসেন।

এছাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দৈনিক ডিজিটাল সময়ের সম্পাদক এবিএম নিজাম উদ্দিন। এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল গণিত উৎসব আয়োজনের প্রশংসা করেন এবং উপস্থিত সবাইকে  মাদক ও দুর্নীতিকে না বলার শপথ পাঠ করান।

গণিত উৎসবের প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম খান বলেন, "আমরা প্রাথমিকভাবে ছাগলনাইয়া উপজেলায় এই আয়োজন করেছি। পর্যায়ক্রমে ফেনী জেলার অন্যান্য উপজেলাতেও গণিত উৎসবের আয়োজন করা হবে। প্রথম রাউন্ডে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে জেলা পর্যায়ে আয়োজন করা হবে। প্রাথমিক ধাপে উত্তীর্ণ সবাইকে ম্যাথ ক্লাবের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে।

তিনি আরো বলেন, আমাদের সকল সদস্য মিলে এই আয়োজন সম্পন্ন করেছি। এখন থেকে প্রতি বছর আমাদের গণিত উৎসব করার পরিকল্পনা রয়েছে। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করতে চাইলে তারা সর্বদাই আমন্ত্রিত"।

এর আগে গত ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে ছাগলনাইয়া উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী গণিত উৎসবে অংশ নেয়। তাদের মধ্য থেকে ১৭৪ জনকে পরবর্তী ধাপের জন্য মনোনীত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence