তীব্র শীতের মাঝেই ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

  © প্রতীকী ছবি

বেশ কয়েকদিন ধরে কুয়াশা আর তীব্র শীত কাঁপাচ্ছে পুরো দেশকে। গতকালের চেয়ে আজ সকালে কুয়াশা অপেক্ষাকৃত বেশি ছিল। আবহাওয়া অধিদপ্তর আগেই তাদের পূর্বাভাসে জানিয়েছিল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা নাগাদ ঢাকা-নারায়গঞ্জসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। 

এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় প্রতিষ্ঠানটি জানায়, ফরিদপুর অঞ্চলসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। যদিও শেষ পর্যন্ত তা দেখা যায়নি। তবে আজ সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও, উত্তরা, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিলে। 

আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তবে জানুয়ারি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীত বাড়তে শুরু করেছে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এদিকে আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী দু-একদিনের মধ্যে তাপমাত্রা আবার কমে যাতে পারে বলে আবহাওয়াবিদদের পূর্বাভাস।


সর্বশেষ সংবাদ