বিশ্বের সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলে শীর্ষে যমুনা টেলিভিশন

যমুনা টেলিভিশন
যমুনা টেলিভিশন  © টিডিসি ফটো

সারা বিশ্বের সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের মধ্যে এক নম্বরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেল। মার্কিন জরিপ সংস্থা সোশ্যাল ব্লেডের র‍্যাংকিংয়ে এ চিত্র উঠে এসেছে। বৈশ্বিক তালিকায় বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলের শীর্ষে উঠে আসার ঘটনা এটাই প্রথম।

বস্তুনিষ্ঠতা ও দর্শক চাহিদার কথা মাথায় রেখে কন্টেন্ট দেয়ার কারণে মাত্র আড়াই বছরেরও কম সময়ের মধ্যে দেড় কোটিরও বেশি সাবস্ক্রাইবারের মাইলপলক স্পর্শ করতে পেরেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোশ্যাল ব্লেডের এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা চ্যানেলগুলো হলো- মানিশ কাসাব সন অফ বিহার ও অভিলাষ কুশওয়াহ। এছাড়াও চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের টেলিভিশন চ্যানেল আজতাকের চ্যানেল। আর জনপ্রিয় কাতারভিত্তিক গণমাধ্যমের আল-জাজিরা আরবির ইউটিউব চ্যানেলের অবস্থান পঞ্চম।

এছাড়া সোশ্যাল ব্লেডের এ র‌্যাংকিংয়ে সেরা বিশে জায়গা করে নিয়েছে দেশের আরও দুইটি গণমাধ্যমের ইউটিউব চ্যানেল। এর মধ্যে একাত্তর টিভি নামের ইউটিউব চ্যানেলটির অবস্থান ১৭তম। এছাড়াও চ্যানেল-২৪ সংবাদ মাধ্যমটির অবস্থান ১৭তম। এছাড়াও সেরা ত্রিশের মধ্যে দেশের দেশ টিভি নিউজের ইউটিউব চ্যানেলও রয়েছে।

সোশ্যাল ব্লেডের তালিকায় সাবস্ক্রাইবারের পাশাপাশি চ্যানেলের কন্টেন্টের ভিউ, ফিডব্যাক ও সামগ্রিক প্রভাব বিবেচনায় এ র‌্যাংকিং প্রকাশিত হয়। প্রতি সপ্তাহে এ র‌্যাংকিং আপডেট করে প্রতিষ্ঠানটি।

যমুনা নিউ মিডিয়া টিমের ইনচার্জ রুবেল মাহমুদ বলেন, দায়িত্বশীলতার সঙ্গে সত্য ও সঠিক কন্টেন্ট ফলোয়ারদের সামনে উপস্থাপনের ব্যাপারে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি, দৈনন্দিন নিউজ কন্টেন্ট ছাড়াও সংবাদভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, বিশ্লেষণ থাকে আমাদের চ্যানেলে। 

তিনি বলেন, এক কথায় কন্টেন্টের বৈচিত্র্য ও দায়িত্বশীল উপস্থাপনই আমাদের চ্যানেলটিকে এগিয়ে দিয়েছে। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমরা অনেক চ্যানেলের মতো ফেইক নিউজ ও ক্লিকবেইট হেডলাইন দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করি না। ফলে, এই অর্জন আমাদের অনুপ্রাণিত করছে।

এমন অনন্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সকল সহকর্মীদের অভিনন্দন জানিয়ে যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ বলেন, এই অর্জন আমাদের আরও দায়িত্বশীল করে তুলবে। তবে আমাদের দর্শক, ফলোয়ারদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি করবে।


সর্বশেষ সংবাদ