নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ বুধবার

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ বৃহস্পতিবার
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ বৃহস্পতিবার  © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়া নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আগামী বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে টানা চারবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশন এবং জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। 

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে নবনির্বাচিতদের বরণ করতে জাতীয় সংসদ সচিবালয় সব প্রস্তুতি নিচ্ছে।

এদিকে আজই নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে। গেজেট প্রকাশ হলে আইন অনুযায়ী তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হবে নতুন সংসদ সদস্যদের। নতুন মন্ত্রিসভা গঠিত হতে পারে আগামী ১৫ জানুয়ারির মধ্যে।

সূত্র জানায়, দ্বাদশ সংসদের নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এমপিদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন। ওই শপথ অনুষ্ঠানের পরই আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।

গত রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হলেও পরে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়। 

ভোট শেষে ঘোষিত ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যাক ২২২টি আসন পায় আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি একটি এবং ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে। নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থী ছিলেন ১৯৭১ জন। 

আরও পড়ুন: ভোটের হার সবচেয়ে বেশি গোপালগঞ্জে, সর্বনিম্ন ঢাকায়

সংবিধানের ১৪৮-এর ২(ক) ও ১২৩ অনুচ্ছেদের (৩) দফায় বলা হয়েছে, ‘সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী তিন দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যেকোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে, প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি।’

এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হয়। তবে ভোটের কতদিনের মধ্যে গেজেট হবে, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।

এদিকে, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ শতাংশের বেশি ভোট পড়েছে।নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ ৮৭ দশমিক ২৩ শতাংশ ভোট পড়েছে গোপালগঞ্জ–৩ আসনে। আর সর্বনিম্ন ভোট পড়েছে ঢাকা-১৫ আসনে। এখানে ভোট পড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ।


সর্বশেষ সংবাদ