আজ চালু হচ্ছে মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন

চালু হচ্ছে মেট্রোরেলের আরো দুটি স্টেশন
চালু হচ্ছে মেট্রোরেলের আরো দুটি স্টেশন  © সংগৃহীত

আজ রোববার (৩১ ডিসেম্বর) মেট্রোরেলের কাওরান বাজার ও শাহবাগ স্টেশন চালুর মধ্য দিয়ে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সব স্টেশনের দরজা উন্মুক্ত হচ্ছে যাত্রীদের জন্য। এখন থেকে ১৬ স্টেশনেই ট্রেন থামবে নিয়মিত। শুধু বাকি থাকবে কমলাপুর স্টেশন, যা ২০২৫ সালে চালু হবে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ৩১ ডিসেম্বর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হচ্ছে। ওইদিন থেকে এ দুই স্টেশনে মেট্রো থামবে এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে। সকাল থেকেই এসব স্টেশনে যাত্রীরা ওঠানামা করতে পারবেন।

এছাড়া সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও রুটে মেট্রো চলছে রাত সাড়ে ৮টা পর্যন্ত। পুরো কাজ শেষ হলে ট্রেন ছাড়বে প্রতি ১০ মিনিট পরপর। ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করা হবে। চলবে ২৪ জোড়া ট্রেন।

আরও পড়ুন: রাজনীতি থেকে আমার কিছু পাওয়ার নেই: মাশরাফি

এদিকে রবিবার (৩১ ডিসেম্বর) ইংরেজি নতুন বর্ষবরণ এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাতে ফানুস না ওড়ানোর জন্য মেট্রো কর্তৃপক্ষ সকলের উদ্দেশ্যে অনুরোধ করেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence