রাজনীতি থেকে আমার কিছু পাওয়ার নেই: মাশরাফি

নির্বাচনী প্রচারণায় মাশরাফি
নির্বাচনী প্রচারণায় মাশরাফি  © সংগৃহীত

রাজনীতি থেকে আমার কিছু পাওয়ারও নেই বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। শনিবার (৩০ ডিসেম্বর) লোহাগড়ার পাচুড়িয়া গ্রামে নির্বাচনী এক পথসভায় এ মন্তব্য করেন তিনি।

মাশরাফি বলেন, আমি আপনাদের সন্তান। নড়াইলে আমি ভেসে আসিনি, রাজনীতি থেকে আমার কিছু পাওয়ারও নেই। আমি আমার সর্বস্ব দিয়ে কেবলমাত্র আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে নিজের আরামের জীবন ত্যাগ করে এত কষ্ট করছি। ৭ জানুয়ারি বাকিটা আপনারা করবেন, ৮ জানুয়ারি থেকে আমি আপনাদের দায়িত্ব নেব।

মাশরাফি বলেন, আমার যা আছে তাই দিয়ে আমি আরামে দিন কাটাতে পারি কিন্তু আমি আমার পরিবার নিয়ে সুখে দিন কাটাতে চাই না। আমি মনে করি, এলাকার খেটে খাওয়া মানুষের জন্য আমার দায়বদ্ধতা আছে। কারো মিষ্টি কথায় আপনারা ভুল করবেন না, তাহলে এসব ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, নড়াইল ৫০ বছর পিছিয়ে যাবে।

জানা যায়, শনিবার সকাল থেকে লোহাগড়া উপজেলার ইতনা ও মল্লিকপুর ইউনিয়নে ১০টিরও বেশি পথসভায় যোগ দেন দেশসেরা ক্যাপ্টেন মাশরাফি। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মুন্সীসহ স্থানীয় রাজনৈতিক নেতারা তার সঙ্গে ছিলেন।

মধুমতি নদীভাঙন কবলিত এলাকা মঙ্গলহাটা, করফার পথসভায় তিনি বলেন, এই এলাকায় যে নদীভাঙন হয় সেটাই মন্ত্রণালয় জানে না, এখানে ২৭টি ভাঙন কবলিত এলাকা আছে। ৫০ বছরের সমস্যা আমার ঘাড়ে এসে পড়েছে। আমি মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরেছি, অনেকটা ভিক্ষার মতো করে প্রকল্প চেয়ে এনেছি। আরো অনেক কাজ বাকি।৭ তারিখ আমাকে ভোট দেন, আমি ৮ তারিখ থেকে আপনাদের সব দেবো।

পথসভায় নানা মানুষের কথা আর আবদার শোনেন মাশরাফি। মল্লিকপুর ইউনিয়নে অসংখ্য অসুস্থ মানুষকে সরাসরি দেখে সহায়তা করেন।

২৪ ডিসেম্বর নড়াইলে পৌঁছানোর পর থেকেই নিরলসভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ক্রিকেটের সাবেক অধিনায়ক। তিনি নড়াইল-২ আসনের দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীকের প্রার্থী। এ আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু মনোনয়ন না পেয়ে ট্রাক প্রতীক নিয়ে মাঠে নেমেছেন।

স্থানীয় ভোটারদের ধারণা এবারের নির্বাচনে মাশরাফির সঙ্গে ভালো প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র এ প্রার্থী। এ ছাড়া নড়াইল-২ আসনে জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি,এনপিপি, ইসলামী ঐক্যজোট,গণফ্রন্টসহ মোট ৮ জন প্রার্থী রয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence