‘দলের লোকেরাই মাশরাফিকে নিয়ে গুজব ছড়ায়’

১৮ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
মাশরাফি বিন মুর্তজা

মাশরাফি বিন মুর্তজা © ফাইল ছবি

দলের লোকেরা মাশরাফিকে নিয়ে গুজব ছড়ায় বলে মন্তব্য করেছেন তার বাবা গোলাম মুর্তজা স্বপন। এক টাকার খবর নামে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, আজকে আমার দলের লোক এমন এমন কর্মকাণ্ড করে, মাথা কেটে এমন এমন জিনিস তৈরি করবে যেন আপনি একটি অনৈতিক লোক। মাশরাফিকে হেয় করার জন্য আমাদের নিয়েও কত ধরনের কিচ্ছা-কাহিনি তৈরি করেছে। এ গুলো চ্যালেঞ্জিং।

‘এগুলো বিরোধীরা করে না আমার নিজের দলের লোকেরা করে। বিএনপি-জামায়াত এগুলো করে না। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে আসছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাশরাফিকে পছন্দ করে বলে সেটা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু প্রধানমন্ত্রী তাকে পছন্দ করে, নিশ্চই কোনো অ্যাঙ্গেল থেকে পছন্দ করেন। আমরা এবং মাশরাফিও চায় সে অ্যাঙ্গেল যাতে নষ্ট না হয়। মাশরাফি প্রধানমন্ত্রীর কাছে যে হীরের টুকরা, সেটাই সে থাকতে চায়।

তিনি  বলেন, এসব অপ্রচারের ভয় আমি নিজেও পাচ্ছি এমনকি মাশরাফিও পাচ্ছে। উপরে আল্লাহ আছেন, যদি সে ভালো কাজ করে সত্যটা একদিন প্রকাশিত হবেই।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬