গাজীপুরে রেলপথে নাশকতা, বিএনপি নেতাসহ সাতজন গ্রেপ্তার

গাজীপুরে দুর্ঘটনাকবলিত ট্রেন
গাজীপুরে দুর্ঘটনাকবলিত ট্রেন  © ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে রেলপথে নাশকতার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে সিটি করপোরেশনের কাউন্সিলর ও বিএনপি নেতা হাসান আজমল ভূইয়াও রয়েছেন। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার শিকদার মো. হাসান ইমাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আজমল ভূইয়া সদর থানা বিএনপির সাবেক সভাপতি। তিনি সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। সাতজনকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানা গেছে।

গত বুধবার ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুরের বনখরিয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি ঢাকার কমলাপুরে যাচ্ছিল। মঙ্গলবার রাতে গাজীপুরের রাজেন্দ্রপুর ও ভাওয়াল রেলস্টেশনের মাঝামাঝি রেলপথের অংশ কেটে রাখে দুর্বৃত্তরা।

এতে ট্রেন লাইনচ্যুত হয়ে এক যাত্রী নিহত ও ১৪ জন আহত হন। এ ঘটনায় ট্রেনের চালক ও দুই সহকারী চিকিৎসাধীন রয়েছেন। পরে গত বৃহস্পতিবার রাতে কমলাপুর রেলওয়ে থানায় মামলা হয়। আশরাফুল আলম খান নামে রেলের এক কর্মকর্তা অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি করেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence