বিজয় দিবসে ঢাকায় শোভাযাত্রা করবে বিএনপি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭ AM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯ AM
বিজয় দিবসের দুপুরে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে বিএনপি। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, অনেক নেতাকর্মী জেলে। এমতাবস্থায় যাদের পক্ষে সম্ভব হয় তারা সকালে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন। এরপর দুপুর ১টায় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার কথা জানান তিনি। তিনি জানান, সেখান থেকে বিজয় দিবসের র্যালি বের হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে।
এ সময় রিজভী বলেন, ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার একটি ‘অটো পাস‘র নির্বাচন করেছিলো। একই কায়দায় এবারও আরেকটি প্রহসনও ভাগ বাটোয়ারার নির্বাচন করার চেষ্টায় লিপ্ত এই সরকার।