প্রার্থিতা ফিরে পেলেন মেজর আখতারুজ্জামান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০১:৫৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
বিএনপির বহিষ্কৃত নেতা ও কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে গত ৩ ডিসেম্বর কিশোরগঞ্জ-২ আসনে মেজর (অবসর) আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তাকে প্রার্থিতা ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন আপিল শুনানি শেষে এই রায় দেন। রিটার্নিং অফিসার হলফনামায় মামলার তথ্য ও ব্যাংক ঋণের তথ্য গোপন করার অভিযোগে আখতারুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করেছিলেন।
প্রার্থিতা ফিরে পেয়ে মেজর আখতারুজ্জামান বলেন, আজকে শোকের দিনে আমি বিজয় পেয়েছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া এবং কটিয়াদি ও পাকুন্দিয়ার জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই। বিএনপির বহিষ্কৃত এই নেতা বলেন, আমি আমার নেত্রীর মুক্তির জন্য ভোটে দাঁড়িয়েছি। ভোটে বিজয়ী হয়ে খালেদা জিয়াকে মুক্ত করবো।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ভোট সুষ্ঠু করে কিনা সেটা দেখতেই ভোটে এসেছি। প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন ভোট সুষ্ঠু করবেন। আমি বিশ্বাস রাখতে চাই।
আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
এর আগে ঋণ খেলাপির অভিযোগে আখতারুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়। হলফনামায় মামলার তথ্য গোপন ও ব্যাংক ঋণের চারটি তথ্যের মধ্যে একটি উল্লেখ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানানো হয়।